Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

স্থগিত আফগান সিরিজ, অপেক্ষা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ১২:০৮ এএম

আফগানিস্তান অন‚র্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রস্তুতির জন্য আফগানিস্তান বাড়তি সময় চাওয়ায় বর্তমান পরিস্থিতিতে সফর করা সম্ভব হচ্ছে না বাংলাদেশের। যে কারণে সিরিজটি স্থগিত করেছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার।
মার্চের শুরুতে ভারতের নয়ডায় আফগান যুব দলের বিপক্ষে একটি চারদিনের ও পাঁচটি ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ অন‚র্ধ্ব-১৯ দলের। যে কারণে এ মাসের শেষ দিকে ভারতে যাওয়ার কথা ছিল যুবা টাইগারদের। কিন্তু এখনও পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আরও কিছুটা সময় চেয়েছিল তারা। কিন্তু সামনে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলা রয়েছে বাংলাদেশ অন‚র্ধ্ব-১৯ দলের। তাই প্রস্তুতির জন্য আফগানদের বাড়তি সময় দিতে পারছে না বিসিবি। বাধ্য হয়েই সিরিজটি স্থগিত করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। এ প্রসঙ্গে বিসিবি ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার বলেছেন, ‘আফগানিস্তান সিরিজ এখন হচ্ছে না। কারণ পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে আসবে। তারা ১২ এপ্রিল ঢাকা পৌঁছাবে। এ সময়ে ভারতের নয়ডায় গিয়ে সিরিজ খেলার মতো পর্যাপ্ত সময় নেই।’ তবে পরবর্তীতে আফগান বোর্ডের সঙ্গে আলোচনা করে নতুন স‚চি চ‚ড়ান্ত করবেন বলে জানান কাউসার, ‘আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসে ভালো একটি সময় বের করবো। দ্রæতই সিরিজটি আয়োজন করা যাবে। পাকিস্তান সিরিজ ও ঈদ-উল-ফিতরের পর লম্বা বিরতি আছে। চাইলে সেই সময়ও খেলা যাবে।’
উল্লেখ্য, চলতি বছরের শেষ দিকে ভারত ও আফগানিস্তান অন‚র্ধ্ব-১৯ দলের সঙ্গে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করার সম্ভাবনা রয়েছে বিসিবির।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ