Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরেই টেলর জানালেন, ভাগ্য জিতিয়েছে ক্রাইস্টচার্চে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ১২:০৮ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বেশ ভালো সুযোগ তৈরি করেছিল ম্যাচ জেতার জন্য। তবে ক্যাচ হাতছাড়া করে ম্যাচও হাতছাড়া করে ফেলে। টাইগারদের এই ভুল নিয়ে কথা বললেন রস টেলরও।
ম্যাচের গুরুত্বপ‚র্ণ সময়ে, যখন পেন্ডুলামের মতো দুই দলেএ দিকেই ম্যাচ ঝুঁকে ছিল তখন তাসকিন আহমেদের বলে মুশফিকুর রহিমের ক্যাচ হাতছাড়া হওয়া কিংবা মেহেদী হাসানের নিজের বলেই ফিরতি ক্যাচ হাতছাড়া হওয়ার আফসোস হয়তো এখনো করছেন। এই ক্যাচগুলো যদি বাংলাদেশ নিতে পারতো তাহলে ম্যাচ নিউজিল্যান্ডের থেকে হাতছাড়া হয়ে যেতে পারতো তা অকপটে স্বীকার করেছেন টেলর, ‘ইতোমধ্যে সিরিজ জয় করে ফেলে ফুরফুরে থাকা যায় কিন্তু বিশ্বকাপ সুপার লিগের পয়েন্টের হাতছানি আপনার সামনে। কোনো ম্যাচের ফলাফলই আগে থেকে বলে দেওয়া যেতে পারে না, এটা কেবল অনুমান। এই পুরো মৌসুমে আমরা দেখেছি যে কোয়ারেন্টিন থেকে ফেরার পরে মানিয়ে নিতে দুই-একটি ম্যাচ লেগে গিয়েছে। গত ম্যাচে আমরা কিছুটা ভাগ্যের সহায়তা পেয়ে পার পেয়ে গিয়েছিলাম। আমি নিশ্চিত শেষ ম্যাচটিতে জয় ছিনিয়ে নিয়েই সিরিজ শেষ করতে চাইবে।’
বাংলাদেশ সবসময় শক্ত প্রতিপক্ষ বলে মন্তব্য করেন এই ব্যাটসম্যান, ‘আমার মনে হয় গত ম্যাচে জয় পাওয়া থেকে তারা খুব বেশি দ‚রে ছিল না। তারা যদি দুইটি ক্যাচও নিতে পারতো ওই টানটান উত্তেজনাকর মুহ‚র্তে তাহলে আমাদের নতুন ছেলেরা, যারা এখনো বেশি ম্যাচ খেলেনি তারা অনেক চাপে পড়ে যেত। বাংলাদেশ সবসময়ই বিপজ্জনক প্রতিপক্ষ। আপনি যদি বাংলাদেশে খেলেন, তাহলে তো বিপক্ষে আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। ওই কন্ডিশনে তারা খুবই ভালো দল, এবং ক্রাইস্টচার্চেও ওইরকম মন্থর উইকেট ছিল।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ