নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রথম দুই ওয়ানডেতে হেরে নিউজিল্যান্ডের কাছে ইতোমধ্যে সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডেটি এখন শুধু আনুষ্ঠানিকতা। তবে সিরিজে অন্তত একটা জয় পেতে মরিয়া টাইগারদের জন্য ম্যাচটা অনেক গুরুত্বপ‚র্ণ। আর সেই ম্যাচটি খেলতে ক্রাইস্টচার্চ থেকে ওয়েলিংটনে পৌঁছেছে তামিমবাহিনী। ক্রাইস্টচার্চ থেকে বিমানে চড়ে গতপরশু নিউজিল্যান্ড সময় বিকেলের দিকে ওয়েলিংটনে পৌঁছায় বাংলাদেশ দল।
ডানেডিনে প্রথম ওয়ানডেতে মাত্র ১৩১ রানে গুটিয়ে গিয়ে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ দল। তবে দ্বিতীয়টিতে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল তামিমবাহিনী। কিউই বোলিং আক্রমণ সামলে ৬ উইকেটে ২৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় তামিমের দল। ১০ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচটি জিতেছে নিউজিল্যান্ড। কিন্তু একটা সময় ভীষণ চাপে ছিল কিউইরা। বাংলাদেশি ফিল্ডাররা বেশ কয়েকটি ক্যাচ না ফেললে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।
এবার বাকি ম্যাচটিতে আগের ভুলগুলো শুধরে জয়ের মুখ দেখতে চায় বাংলাদেশ। তাছাড়া আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও হোয়াইটওয়াশ এড়াতে হলে এই ম্যাচে জিততেই হবে টাইগারদের। অধিনায়ক তামিম ইকবালও এমন প্রত্যয় জানিয়েছেন। দ্বিতীয় ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি ব্যাক্তিগতভাবে মনে করি, আমরা এখানে উন্নতি করতে আসিনি। ম্যাচ জিততে এসেছি।’
আগামীকাল শুক্রবার ভোর ৪টায় ওয়ালিংটনের বেসিন রিজার্ভে মাঠে গড়াবে তৃতীয় ম্যাচ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।