নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডকে ৬৬ রানে হারাল ভারত। যে ম্যাচটা ব্যক্তিগত নৈপুণ্যেও স্মরণীয় করে রাখলেন অভিষেক ওয়ানডে খেলতে নামা ক্রুনাল পান্ডিয়া। গত পরশু পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে বড় পুঁজি গড়ে বিরাট কোহলির দল। ৫ উইকেটে ৩১৭ রান করে স্বাগতিকেরা। জবাবে ৪২.১ ওভারে ২৫১ রানে থামে ইংলিশদের ইনিংস।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে জনি বেয়ারস্টোর ৬৬ বলে ৯৪ রানের ইনিংসে ভর করে ভালোই এগোচ্ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ভারতীয় পেসারদের দাপুটে ভেস্তে যায় তার লড়াই। ইংলিশরা মাত্র ৩৪ রানের মধ্যে নিজেদের শেষ ৫ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায়। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন জেসন রয়। ভারতের পক্ষে অভিষিক্ত পেসার প্রসিদ্ধ কৃষ্ণা সর্বাধিক ৪ উইকেট নেন। শার্দুল ঠাকুর ৩টি ও ভুবনেশ্বর কুমার নেন ২ উইকেট।
এর আগে চার ব্যাটারের ফিফটিতে বড় স্কোর গড়ে ভারত। ওপেনার শিখর ধাওয়ান সর্বোচ্চ ৯৮ রান করেন। তার ১০৬ বলের ইনিংসে ছিল ১১ চার ও ২ ছক্কা। বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৬০ বলে ৬ চারে ৫৬ রান। লোকেশ রাহুল ৪৩ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৪টি করে চার ও ছক্কা। ক্রনাল পান্ডিয়া অপরাজিত ৫৮ রান করেন ৩১ বলে। ৭টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি।
২৬ বলে ফিফটি পূরণ করে ক্রুনাল ঢুকে পড়েন রেকর্ড বইয়ে। ওয়ানডে অভিষেকে দ্রæততম ফিফটির রেকর্ড এখন তার দখলে। এত দিন যে রেকর্ড ছিল ইংল্যান্ডের জন মরিসের। ১৯৯০ সালে অ্যাডিলেডে বেনসন অ্যান্ড হেজেজ ওয়ার্ল্ড সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৬৩ রানের ইনিংসের পথে ৩৫ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন তিনি। তবে ম্যাচসেরা হয়েছেন শিখর ধাওয়ান। একই ভেন্যুতে দুই দলের দ্বিতীয় ওয়ানডে হবে আগামীকাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।