Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাক-ভারত সিরিজ নিয়ে গোপনীয়তা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ১২:০১ এএম

২০১২-১৩ সালে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে লড়েছিল ভারত-পাকিস্তান। এরপর দুই দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আইসিসির বৈশ্বিক আসর ছাড়া আর মুখোমুখি হয়নি দুই দল। কিন্তু ক্রিকেটপ্রেমীদের এই অপেক্ষা ফুরাতে পারে চলতি বছরই। পাকিস্তানের দৈনিক পত্রিকা জাং এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে এবছরের কোনো এক সময় ৬ দিনের একটি উইন্ডোতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়তে পারে দুই দল। তবে ভেন্যু নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
পত্রিকাটি আরও বলছে, এই বছর আইসিসির ভবিষ্যত সফর প্রোগ্রামে কোনো সময় খালি না থাকলেও, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এই সিরিজের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। যদিও পিসিবি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হয়নি।
পিসিবির এক সূত্র জানিয়েছে, এই মুহ‚র্তে বিসিসিআই এবং পিসিবির মধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে কোন আলোচনা হয়নি। তবে বছরের শেষ দিকে সিরিজটি মাঠে গড়াতে পারে। তবে সেটা নির্ভর করছে দুই বোর্ডের আলোচনার ওপর।
এদিকে কয়েকদিন দুই দেশের খারাপ সম্পর্কের জন্য সরাসরি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছিলেন পিসিবির সাবেক প্রেসিডেন্ট জাকা আশরাফ। তার বলেছিলেন, এখনও সময় আছে ভারত-পাকিস্তানের মধ্যকার জিন্নাহ-গান্ধী ট্রফি খেলানোর। কিন্তু মোদির মতো উগ্রপন্থী থাকায় এটি সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাকা আশরাফ।
ক্রিকেট পাকিস্তান ডটকমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি যখন পিসিবির দায়িত্বে ছিলাম, তখন বিসিসিআইকে (ভারতীয় ক্রিকেট বোর্ড) প্রস্তাব দিয়েছিলাম, দুই দেশের দুই মহান নেতার নামে জিন্নাহ-গান্ধী সিরিজ আয়োজন করা হোক। কিন্তু তারা নরেন্দ্র মোদির মতো উগ্রপন্থীদের কারণে এ প্রস্তাব নিয়ে এগুতে দ্বিধান্বিত ছিল।’
জাকা আশরাফের মতে, ভারত-পাকিস্তানের মধ্যে নিয়মিত ভিত্তিতে কোনো সিরিজ আয়োজন করা হলে, সেটি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের মতোই জমজমাট ও উত্তেজনাপূর্ন হবে। কিন্তু এটি না হওয়ায় ক্রিকেটপ্রেমীরা বঞ্চিত হচ্ছে বলে অনুভব পিসিবির সাবেক চেয়ারম্যানের, ‘ভারত-পাকিস্তানের মধ্যকার এ সিরিজটি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজের মতোই হতে পারতো। যা কি না দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি ঘটাতো এবং দুই দেশের ক্রিকেটপ্রেমীরা উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করতে পারত।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ