নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রথম ইনিংসে জেসন হোল্ডারের পেসে ধ্বসে গিয়েছিল শ্রীলঙ্কা। ১০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে তারা। লাহিরু থিরিমান্নে আর ওশাদা ফার্নেন্দোর পর সফরকারীদের টানছেন ধনঞ্জয়া ডি সিলভা আর পাথুম নিশাকা।
গতপরশু রাতে অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ২৫৫ করেছে লঙ্কানরা। হাতে ৫ উইকেট নিয়ে লিড নিয়ে ফেলেছে ১৫৩ রানের। দলের হয়ে সর্বোচ্চ ৯১ করে আউট হন ওশাদা। থিরিমান্নে থামেন ৭৬ করে। ধনঞ্জয়া ৪৬ আর নিশাকা ব্যাট করছেন ২১ রানে।
আগের দিনের ৮ উইকেটে ২৬৮ রান নিয়ে শুরু করা ওয়েস্ট ইন্ডিজ আর ৩ রান যোগ করেই গুটিয়ে যায়। রাহকিম কর্নওয়াল (৬১) ও শ্যানন গ্যাব্রিয়েলকে এক ওভারের মধ্যেই তুলে নেন বিশ্ব ফার্নেন্দো। বড় ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরুর পরই ধাক্কা খায় শ্রীলঙ্কা। পঞ্চম ওভারে দিমুথ করুনারতেœকে তুলে নেন কেমার রোচ। এরপর ওশাদা-থিরিমান্নের শক্ত প্রতিরোধ। দ্বিতীয় উইকেটে দুজনে ব্যাট করেছেন পরের ৫০ ওভার। রান আনেন ১৬২। কিছুটা ইতিবাচক খেলা ওশাদা এগুচ্ছিলেন তিন অঙ্কের দিকে। কিন্তু ৯ রানের জন্য তা পাওয়া হয়নি তার। বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং হিরো কাইল মায়ার্স বল হাতে নিয়ে পান ব্রেক থ্রু। ওশাদাকে উইকেটের পেছনে ক্যাচ বানানোর পর দীনেশ চান্দিমালকেও একইভাবে ফিরিয়ে দেন তিনি।
আচমকা দুই উইকেট হারানো দল খানিক পর হারিয়ে ফেলে থিরিমান্নেকেও। দ্রæত উইকেট পতন থামান নিশাকাÐধনঞ্জয়া। এই দুই ব্যাটসম্যানকে আর বিচ্ছিন্ন করতে পারেনি ক্যারিরিয়ানরা। ৬৬ রানের জুটিতে দিন পার করেছেন তারা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ১৬৯। উইন্ডিজ ১ম ইনিংস : ২৭১। শ্রীলঙ্কা ২ম ইনিংস : ৮৬ ওভারে ২৫৫/৪ (থিরিমান্নে ৭৬, করুনারতেœ ৩, ওশাদা ৯১, চান্দিমাল ৪, ধনাঞ্জয়া ৪৬, নিসানকা ২১; রোচ ২/২৮, মেয়ার্স ২/১০)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।