Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘উন্নতি করতে আসিনি, জিততে এসেছি’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২১, ১২:০০ এএম

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। প্রথমে ব্যাট করে অধিনায়ক তামিম ইকবালের ৭৮ ও মোহাম্মদ মিঠুনের অপরাজিত ৭৩ রানে ভর করে ২৭১ রানের সংগ্রহ গড়েছিল টাইগাররা। বোলিংয়ের শুরুটাও ছিল দারুণ। দ্রæত তিনটি উইকেট তুলে নিলেও পরে কিউইদের আর চেপে ধরতে পারেননি টাইগার বোলাররা। এছাড়া ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়াতো ছিলোই।
দুটি সহজ ক্যাচ মিস করেছে বাংলাদেশ। এর মধ্যে একটি ছিল ল্যাথামের। ৫৮ রানে নিউজিল্যান্ড অধিনায়ক মেহেদি হাসানকে সহজ এক ফিরতি ক্যাচ দেন, কিন্তু সেটি তালুবন্দী করতে পারেননি তরুণ এই অফ স্পিনার। জীবন পেয়ে ম্যাচ শেষ করে আসেন ল্যাথাম।
অন্যদিকে কনওয়ে আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামা জিমি নিশামও ফিরতে পারতেন দ্রæতই। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচও দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সহজ ক্যাচ ফেলে দেন মুশফিকুর রহিম। সুযোগ পেয়ে ল্যাথামের সঙ্গে ৭৬ রানের জুটি গড়েন নিশাম, যা বাংলাদেশকে কার্যত ছিটকে দেয় ম্যাচ থেকে।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী পর্বে ওয়ানডে অধিনায়ক তামিম বলেন, ‘এই ম্যাচটি জেতা উচিত ছিল তাদের। সঙ্গে যোগ করেন, কেউ ইচ্ছা করে ক্যাচ মিস করে না। আমাদের এই ম্যাচটি জেতা উচিত ছিল। বোলাররা সুযোগ তৈরি করেছে, আমরা ক্যাচগুলো ধরতে পারিনি। যখন সুযোগ আসে, সেগুলো শতভাগ কাজে লাগাতে হয়। আজকে আমি হতাশ। দেখুন মানুষ ক্যাচ মিস করবেই। এটি কষ্ট দেয়। আমরা ক্যাচ দুটি ধরতে পারলে আমাদের সুযোগ ছিল। কেউ ইচ্ছা করে ক্যাচ মিস করে না, এটা সবার সাথেই হয়।’
এই ম্যাচে পারফরম্যান্সে উন্নতি হলেও তামিমের মতে, তারা এখানে উন্নতির জন্য নয়, জয়ের জন্য এসেছেন। তিনি বলেন, ‘ব্যাটসম্যানরা খুবই ভালো করেছে। এটা একটি ভিন্ন উইকেট ছিল, কিছুটা সেøা, ২৭১ বেশ ভালো সংগ্রহ ছিল। মিঠুন দুর্দান্ত ছিল, মুশফিকও ভালো ছিল। যাই হোক, আমার মনে হয় এই ম্যাচে আমরা অনেক উন্নতি করেছি। আমরা এখানে উন্নতি করতে আসিনি, জিততে এসেছি।’
তবে দ্বিতীয় ম্যাচে হারের পরও ইতিবাচক আছেন তামিম। ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ম্যাচে সুযোগ কাজে লাগাতে চান বলে জানান এই ড্যাশিং ওপেনার, ‘যখন পরের সুযোগটি আসে, তখন সেটির পুরো ফায়দা নিতে হয়। আমাদের ওয়েলিংটনে ইতিবাচক থাকতে হবে এবং তাদের সাথে আবার প্রতিযোগিতা করতে হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ