নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সম্প্রতি এক ক্রিকেট ওয়েবসাইটে সাক্ষাৎকার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) কয়েকজন কর্মকর্তার বেশ সমালোচনা করেছেন তিনি। এবার সাকিবের পর মুখ খুললেন টাইগার দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রীতিমতো বিসিবিকে ধুইয়ে দিয়েছেন তিনি।
মাশরাফি বিসিবির কয়েকজন কর্মকর্তাকে নির্দেশ করে বলেন, ‘যে মানুষগুলো কথা বলছে, তাদের অবদান কী? অবদানগুলো যদি আমি তুলে ধরি, সেটি তো খারাপ হয়ে যাবে। একটা ওয়ার্ল্ডকাপে ৫০ জন যাচ্ছেন। কেউ কি নিজের টাকায় গেছেন নাকি একটু শোনেন তো!’
বিসিবি কর্মকর্তারা নিয়মিত অফিস করে কিনা সেটা নিয়েও প্রশ্ন তোলেন নড়াইল-২ আসনের এমপি মহোদয়।
মাশরাফির আরো বলেন, ‘আমাকে বাদ দেওয়ার সময় আমার সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। অথচ বিসিবি বলছে— আলোচনা হয়েছে। কিছুটা সত্য কথা আমি আশা করেছিলাম (বিসিবির পক্ষ থেকে) । এক কাপ কফির অফার দিয়ে রেখেছিলেন (কোচ রাসেল ডোমিঙ্গো)… আমি এখনও অপেক্ষায় আছি।’
এর আগে এতদিন চুপ থাকা সাকিব আল হাসানও মুখ খুলেছেন। শ্রীলঙ্কা সফর ঘিরে তাকে নিয়ে সমালোচনা সম্পর্কে আগে কিছুই বলেননি। অবশেষে ‘দারাজ ক্রিকফ্রেঞ্জি’র লাইভে এসে শ্রীলঙ্কা সফর ছেড়ে আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়ে কথা বলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।