Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কি লেখা ছিল সাকিবের সেই ছুটির চিঠিতে?

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ৬:৫২ পিএম

আইপিএল খেলার অনুমতি চেয়ে গত ১৭ ফেব্রুয়ারি বিসিবির প্রধান নির্বাহী বরাবর আবেদন করেছিলেন সাকিব আল হাসান। সেই আবেদনের কোথাও উল্লেখ নেই যে, তিনি শ্রীলঙ্কায় টেস্ট খেলতে চান না। শনিবার একটি ফেসবুক লাইভে সাকিবও এই দাবি করেছিলেন। বাঁহাতি অলরাউন্ডার অভিযোগ করে বলেছিলেন, বিসিবির কেউ ছিঠিটি পড়েননি।

আলোচিত সেই চিঠি দৃশ্যপটে আসার পর সাকিবের দাবিই সত্যি প্রমাণিত। বাংলাদেশ অলরাউন্ডার বলেছিলেন, বিসিবির ক্রিকেটার পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান চিঠিটি পড়েননি। চিঠিটি দেখার পর সবার কাছেই সাকিবের দাবি যুক্তিযুক্ত মনে হতে বাধ্য।

সাকিব চিঠিতে টেস্ট খেলার ব্যাপারে কিছুই লেখেননি। শুধু আইপিএল খেলার অনুমতি চেয়েছেন। এমনকি ছুটির সময়কাল নিয়েও কিছু উল্লেখ নেই ছিঠিতে। সাকিবকে যে ছুটি দেওয়া হয়েছে, সময়কাল নির্ধারণ করেছে বিসিবি-ই। বাঁহাতি অলরাউন্ডারকে ১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি।

 

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বরাবর ছুটির আবেদন করে সাকিব লিখেছিলেন, 'জনাব, আমি, সাকিব আল হাসান যথাবিহীত সম্মানের সঙ্গে জানাতে চাই, আমরা ২০২১ সালের অক্টোবর মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছি। আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। আমি বিশ্বাস করি, আসন্ন আইপিএলে অংশ নেওয়া আমাকে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের প্রস্তুতির সেরা সুযোগ দেবে। আমি জানি যে, আইপিএলের সময় বিসিবি শ্রীলঙ্কায় একটি সফর আয়োজন করার পরিকল্পনা করছে।'

'সব কিছু বিবেচনায় নিয়ে আমাকে আসন্ন আইপিএলে অংশ নেওয়ার অনুমতি দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদান্তে, সাকিব আল হাসান। ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।'



 

Show all comments
  • Muhammad Ali ২৪ মার্চ, ২০২১, ৩:২১ এএম says : 0
    If our cricket control board have handed this application to the Daily Inqilab, than that is the breech of privacy. Sakib is price of Bangladesh. He asked to be excused from just one test series. He has his daughters and son. He has right to think about their future. He did not take any bribe or stole any money from anybody. The following portion is for them who are criticizing Sakib: Bangladesh has 200 millions people. Why do do not become better than Sakib and play only for the county without playing IPL. And to the journalist: Bangladesh have thousands of journalists. How many of you earned Pulitzer prize for bangladesh. Sakib has at least earned Best allrounder in the world for Bangladesh. Before criticizing others, please see you face in the mirror, what you have done for the country.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ