নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আইপিএল খেলার অনুমতি চেয়ে গত ১৭ ফেব্রুয়ারি বিসিবির প্রধান নির্বাহী বরাবর আবেদন করেছিলেন সাকিব আল হাসান। সেই আবেদনের কোথাও উল্লেখ নেই যে, তিনি শ্রীলঙ্কায় টেস্ট খেলতে চান না। শনিবার একটি ফেসবুক লাইভে সাকিবও এই দাবি করেছিলেন। বাঁহাতি অলরাউন্ডার অভিযোগ করে বলেছিলেন, বিসিবির কেউ ছিঠিটি পড়েননি।
আলোচিত সেই চিঠি দৃশ্যপটে আসার পর সাকিবের দাবিই সত্যি প্রমাণিত। বাংলাদেশ অলরাউন্ডার বলেছিলেন, বিসিবির ক্রিকেটার পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান চিঠিটি পড়েননি। চিঠিটি দেখার পর সবার কাছেই সাকিবের দাবি যুক্তিযুক্ত মনে হতে বাধ্য।
সাকিব চিঠিতে টেস্ট খেলার ব্যাপারে কিছুই লেখেননি। শুধু আইপিএল খেলার অনুমতি চেয়েছেন। এমনকি ছুটির সময়কাল নিয়েও কিছু উল্লেখ নেই ছিঠিতে। সাকিবকে যে ছুটি দেওয়া হয়েছে, সময়কাল নির্ধারণ করেছে বিসিবি-ই। বাঁহাতি অলরাউন্ডারকে ১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বরাবর ছুটির আবেদন করে সাকিব লিখেছিলেন, 'জনাব, আমি, সাকিব আল হাসান যথাবিহীত সম্মানের সঙ্গে জানাতে চাই, আমরা ২০২১ সালের অক্টোবর মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছি। আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। আমি বিশ্বাস করি, আসন্ন আইপিএলে অংশ নেওয়া আমাকে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের প্রস্তুতির সেরা সুযোগ দেবে। আমি জানি যে, আইপিএলের সময় বিসিবি শ্রীলঙ্কায় একটি সফর আয়োজন করার পরিকল্পনা করছে।'
'সব কিছু বিবেচনায় নিয়ে আমাকে আসন্ন আইপিএলে অংশ নেওয়ার অনুমতি দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদান্তে, সাকিব আল হাসান। ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।