Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিতর্ক ঝেড়ে রানের খোঁজে নাসির

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাস বিরতির পর জাতীয় ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত আসরগুলো। আজ থেকে দেশের চার ভেন্যুতে শুরু হবে প্রথম শ্রেণির ক্রিকেটের এই টুর্নামেন্ট। গতপরশু রাতে এক বিবৃতিতে প্রথম দুই রাউন্ডের স‚চি প্রকাশ করেছে বিসিবি। এরই মধ্যে প্রতিটি দলের জন্য স্কোয়াড ঠিক করে দিয়েছেন নির্বাচকরা।

দুই স্তরের জাতীয় লিগে প্রথম স্তরে আছে খুলনা, সিলেট, ঢাকা ও রংপুর। বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা মেট্রো খেলবে দ্বিতীয় স্তরে। প্রতিটি বিভাগীয় দলই নিজ নিজ বিভাগে ম্যাচ পেলেও এই দুই রাউন্ডে সিলেট নিজেদের মাঠে ম্যাচ পাচ্ছে না। কারণ এই সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ নারী ইমার্জিং দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের ওয়ানডে সিরিজ আছে।

আজ প্রথম স্তরের ম্যাচে শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনার মুখোমুখি হবে সিলেট। সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে লড়াইয়ে নামবে প্রথম স্তরে থাকা অন্য দুই দল ঢাকা ও রংপুর। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীর বিপক্ষে খেলবে চট্টগ্রাম। একই স্তরের ম্যাচে ঢাকা মেট্রো ও বরিশাল মুখোমুখি হবে বরিশাল জেলা স্টেডিয়ামে। এরপর ২৯ মার্চ শুরু হবে দ্বিতীয় রাউন্ডের চারটি ম্যাচ। প্রথম স্তরের ম্যাচে রংপুর ক্রিকেট গার্ডেনে লড়বে গতবারের চ্যাম্পিয়ন খুলনা ও রংপুর। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম-২ এ হবে ঢাকা ও সিলেটের ম্যাচ। বিকেএসপির ৩ নম্বর মাঠে দ্বিতীয় স্তরের ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী ও বরিশাল। একই স্তরের পরের ম্যাচটি ঢাকা মেট্রো ও চট্টগ্রামের মধ্যে, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর মাঠে।

এদিকে নিউজিল্যান্ড সফরে থাকা ক্রিকেটারদের বাদ দিয়ে ৮ দলের আসরে যথারীতি এবারো খেলবেন দেশের প্রথম সারির ক্রিকেটাররা। সেই সুযোগে প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চান নাসির হোসেন। আলোচিত এই ক্রিকেটার দীর্ঘ এক বছর পর ফিরছেন ঘরোয়া ক্রিকেটে। শীর্ষস্থানীয় ক্রিকেটারদের অনেকে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার সুযোগ পেলেও চোটের কারণে ঐ দুই টুর্নামেন্টে খেলা হয়নি নাসিরের। তবে খেলা থেকে দ‚রে ছিলেন এমনটি বলারও সুযোগ নেই। টি-টেন লিগে পুনে ডেভিলসে নেতৃত্ব দিয়েছেন। তবে দীর্ঘ সময় পর ঘরোয়া ক্রিকেটে ফিরতে পেরে উচ্ছ¡সিত নাসির। প্রত্যাবর্তনে তার ইচ্ছা জাতীয় লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার।

রংপুর বিভাগের হয়ে খেলতে নামা এই অলরাউন্ডার বলেন, ‘এটা আমার কামব্যাক টুর্নামেন্ট। চেষ্টা থাকবে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার। যেহেতু ৬টা ম্যাচ, ৬ ম্যাচে যেন অন্তত ৮০০ বা হাজার রান করতে পারি। অবশ্যই খুব ভালো লাগছে। প্রায় এক বছর পর আমরা প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি। টুর্নামেন্টটা ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা থাকবে।’ যে চোটের কারণে খেলতে পারেননি এতদিন, সেটি এখনো ভয় জাগাচ্ছে নাসিরকে, ‘ইনজুরির ভাবনাটা এখনো আমার মাথা থেকে পুরোপুরি যায়নি সত্যি বলতে। বলবো না এখনো একশ ভাগ ফিট। মনের মধ্যে ভয় কাজ করছে। চেষ্টা করছি শতভাগ ফিট হওয়ার জন্য। খেলার মাধ্যমেই ভয়টা কাটানো সম্ভব।’


আজ থেকে জাতীয় লিগ
প্রথম দুই রাউন্ডের সূচি
রাউন্ড-১, ২২-২৫ মার্চ
ম্যাচ টায়ার ভেন্যু
খুলনা-সিলেট ০১ খুলনা
ঢাকা-রংপুর ০১ বিকেএসপি-৪
রাজশাহী-চট্টগ্রাম ০২ রাজশাহী
ঢাকা মেট্রো-বরিশাল ০২ বরিশাল
রাউন্ড-২, ২৯ মার্চ-১ এপ্রিল
ম্যাচ টায়ার ভেন্যু
খুলনা-রংপুর ০১ রংপুর
ঢাকা-সিলেট ০১ কক্সবাজার-২
রাজশাহী-বরিশাল ০২ বিকেএসপি-৩
ঢাকা মেট্রো-চট্টগ্রাম ০২ কক্সবাজার-১

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ