Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বঙ্গবন্ধুর স্বপ্ন মনে করিয়ে দিলেন তামিম

‘দেশের মাটিতে সব ক্রিকেট আসর বঙ্গবন্ধুর নামে’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০১ এএম

বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ড সফরে। সীমিত ওভারের ক্রিকেট সিরিজের জন্য প্রস্তুতি চলছে পুরোদমে। আগামী শনিবার থেকে প্রথম ওয়ানডেতে নামবে দু’দল। গতকালই ভেন্যু ডানেডিনে পৌঁছেছে তামিম ইকবালরা। সেখানে না থেকেও যেন আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গতকাল ছিল বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী। সারাদেশে নানাভাবে পালিত হচ্ছে দিনটি। এবার স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর জন্মদিনটি পাচ্ছে বিশেষ মর্যাদা। আর সেটিকেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন কিউই সফরে থাকা বাংলাদেশ দলও। সিরিজে প্রথম ওয়ানডের আগে জাতির জনককে স্মরণ করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় দেশের সব ক্রীড়াবিদকে শুভেচ্ছা জানিয়েছেন তামিম। তিনি স্মরণ করেছেন খেলাধুলা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের কথা, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি স্বপ্ন দেখতেন, বাংলাদেশ একদিন খেলাধুলার মাধ্যমে সারা বিশ্বে পরিচিত হবে। তাই আজকের এই বিশেষ দিনে বাংলাদেশের ক্রীড়া ব্যক্তিত্বদের জন্য রইল আমাদের তরফ থেকে শুভকামনা।’
এদিকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও জাতির পিতাকে স্মরণ করেছেন এভাবে, ‘ধ্বংসস্তুপ থেকে একটি জাতিকে সাহস যুগিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে স্বাধীন করার যে ইতিহাস আপনি রচনা করেছেন, তা বাঙালি জাতি স্মরণ করবে অনন্তকাল। শুভ জন্মদিন স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
এছাড়া, বঙ্গবন্ধুর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। জাতির জনকের স্মরণে সাকিব লিখেছেন, ‘আপনার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যত যাই হোক না কেন, নিজেদের সেরাটা দিতে আমরা উদগ্রীব থাকি সবসময়। আপনার সুদ‚রপ্রসারী চিন্তা আমাদেরকে দেয় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের দেশ ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিলো আপনার লক্ষ্য, আজ সেটা আমাদেরও লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে রইলো বিন¤্র শ্রদ্ধা।’
দিনটি ঘটা করে পালন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বিসিবির উদ্যোগে মিরপুরের হোম অব ক্রিকেটের একাডেমি মাঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত ও দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়। সেখানে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানান, দেশের মাটিতে যত ক্রিকেটীয় আসর আছে এ বছর, তার সবগুলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজন করা হবে, ‘ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যতগুলো টুর্নামেন্ট আছে দেশে, তার সবগুলো বঙ্গবন্ধুর নামে হবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দারুণ ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি নিজেও তরুণ বয়সে খেলাধুলায় নিজেকে জড়িয়ে রেখেছিলেন। ফুটবল খেলেছেন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে। ক্রীড়াপাগল মানুষটিই তার বজ্রকণ্ঠে আওয়াজ তুলে ঘুমন্ত বাঙালিকে উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতাসংগ্রামে। স্বাধীনতার পর শত প্রতিক‚লতা আর অর্থাভাবের মধ্যেও খেলাধুলাকে দ‚রে সরিয়ে রাখেননি বঙ্গবন্ধু। ১৯৭২ সালের ফেব্রæয়ারিতে তিনি গঠন করেছিলেন জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা। বাংলাদেশে ঘরোয়া খেলার শুরুটা সেখান থেকেই। স্বাধীনতার পরপর চরম আর্থিক সংকটের মধ্যেও তিনি দেশের খেলাধুলার অবকাঠামো উন্নয়নে চেষ্টা করে গেছেন। তার পুত্র মরহুম শেখ কামালের হাতেই গড়ে ওঠে দেশের অন্যতম সেরা ও জনপ্রিয় ক্লাব আবাহনী ক্রীড়া চক্র। দেশের সব শীর্ষ ক্রীড়া ফেডারেশনগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই গড়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ