Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার টেলরকে হারাল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০১ এএম

চোটের কারণে আগেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামস ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছিলেন। এবার নিউজিল্যান্ড পেল আরেকটি খারাপ খবর। চোটে পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরও। অন্তত প্রথম ওয়ানডেতে তাকে ছাড়াই তাই নামতে হবে স্বাগতিকদের। গতকালের দেয়া বিবৃতিতে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট জানিয়েছে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন মিডল অর্ডারে নিউজিল্যান্ডের অন্যতম সেরা ভরসা টেইলর। কোচ গ্যারি স্টিড জানান সিরিজ শুরুর আগে টেইলরের এবারে ছিটকে যাওয়া বেশ হতাশার, ‘সিরিজের ঠিক আগে রসকে হারানো দুর্ভাগ্যজনক। তবে তার হ্যামস্ট্রিংয়ের সমস্যাটা প্রকট নয়। আশা করছি বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতেই তাকে পাব।’
২০১৪ সালের অক্টোবরের পর এই প্রথম উইলিয়ামসন-টেইলর, দুজনকে ছাড়াই ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। তবে চোটা পড়া টেইলর থাকবেন দলের সঙ্গে। বাকি দুই ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা দেখছে নিউজিল্যান্ড। টেইলরের চোটে দলে নেওয়া হয়েছে হংকং ছেড়ে নিউজিল্যান্ডে আসা ২৬ বছর বয়সী এই বাঁহাতি অলরাউন্ডার মার্ক চাপমানকে। এরই মধ্যে ৬ ওয়ানডের ৪টিই খেলেছেন কিউইদের হয়ে। ২০১৫ সালে তার ওয়ানডে অভিষেক হয় হংকংয়ের হয়ে। সেবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অভিষেকেই করেন ১২৪ রান। হংকংয়ের হয়ে খেলেন আরেক ম্যাচ। হংকং জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিও খেলেছেন ১৯টি।
হংকংয়ে জন্মানো এই কিউই ক্রিকেটার পরে ফেরেন নিজ দেশে। ২০১৮ সালে নিউজিল্যান্ডের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন তিন ম্যাচ। ২০২০ সালের ভারতের বিপক্ষে খেলেন এক ম্যাচ। কিন্তু চার ম্যাচে একবারও দুই অঙ্কে যাওয়া হয়নি তার। কিউইদের হয়ে ৮টি টি-টোয়েন্টি ম্যাচে। টি-টোয়েন্টিতে স¤প্রতি তার ছন্দে থাকা আশাবাদী করছে কোচকে, ‘টি-টোয়েন্টি দলের হয়ে সে পারফর্ম করেছে। তার উপর পুরো ভরসা আছে, আশা করছি সে ভাল করবে।’
এক বছরের বেশি সময় ধরে ওয়ানডে না খেলা নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেই ‘খরা’ কাটাচ্ছে। ২০১৯ বিশ্বকাপের ফাইনাল খেলার পর ওয়ানডে খেলেছেই সাকুল্যে চারটি। ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এদিন অবশ্য চাপম্যানের খেলার সম্ভাবনা কমই। টেইলর না থাকায় এই ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপে দেখা যেতে পারে দুই অভিষিক্ত ব্যাটসম্যানকে। উইলিয়ামসনের অনুপস্থিতিতে ডেভন কনওয়ের খেলা একরকম নিশ্চিতই। টেইলরের জায়গায় খেলতে পারেন উইল ইয়াং। ২৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে ক্রাইস্টচার্চে। ২৬ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে ওয়েলিংটনে। এরপর দুদল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ