Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত-ইংল্যান্ড সিরিজে ফের করোনার থাবা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১২:০১ এএম

সারাবিশ্বে করোনা পরিস্থিতির আবারও অবনতি হচ্ছে। ব্যতিক্রম নয় পাশের দেশ ভারতও। যে কারণে দর্শকের সামনে আর মাঠে গড়াচ্ছে না ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। সংক্রমণ রুখতে সিরিজের বাকি ম্যাচগুলো দর্শকবিহীন স্টেডিয়ামে করার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গতরাতের ম্যাচটি বাদে সিরিজে ১-১ সমতা।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলোই অনুষ্ঠিত হচ্ছে নবগঠিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যেখানে প্রথম দুই ম্যাচে দর্শক ছিল ৬৭ হাজার ২০০ ও ৬৬ হাজার ৩৫২জন!
স্টেডিয়ামটির আসন সংখ্যা ১ লাখ ৩০ হাজার হলেও করোনায় দর্শক সংখ্যা ৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। এখন করোনা পরিস্থিতি নাজুক হওয়াতে দর্শকের প্রবেশ একেবারেই নিষিদ্ধ করেছে স্থানীয় সরকার। মূলত আহমেদাবাদ মিউনিসিপ্যাল করপোরেশন সরকারি এক ঘোষণায় জানায়, ৮টি ওয়ার্ডে শপিং মল, রেস্টুরেন্ট রাত ১০টার মধ্যে বন্ধ করে দিতে হবে। পরশু সেখানে করোনার নতুন শনাক্ত মিলেছে ৫৩০ জন! এর পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন মিলিতভাবে তাদের সিদ্ধান্তের কথা জানায় গতপরশু।
এই অবস্থায় যারা টিকিট কিনেছিলেন, তাদের রিফান্ড করে দেওয়ার ঘোষণা দিয়েছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। পুনেতে ২৩, ২৬ ও ২৮ মার্চ হতে যাওয়া তিন ওয়ানডেও হবে বন্ধ স্টেডিয়ামে!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ