Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

পাল্টে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ৭:৪৯ পিএম

আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই, বিসিসিআই ইঙ্গিতও দিয়ে ছিল কদিন আগে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি, লর্ডসে নয়, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে সাউথহ্যাম্পটনে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই আইসিসি এমন সিদ্ধান্ত নিয়েছে। আইসিসি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। করোনা পরিস্থিতিতে নিরাপদে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে আইসিসি।

গত বছর এই ভেন্যুতে ইসিবির নিরাপদে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অভিজ্ঞতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। সুরক্ষিত বায়ো-বাবলে দুদলের অনুশীলনের সুবিধা থাকার জন্যই আইসিসি সাউথহ্যাম্পটনে আয়োজনের সিদ্ধান্ত নেয়।

আগামী ১৮ থেকে ২২ জুন লর্ডসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২৩ জুন হয় রিজার্ভ ডে। মাঠ বদলালেও ফাইনালের দিনক্ষণ অবশ্য একই থাকছে।

প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বরে থেকে ভারত ফাইনালে ওঠে। অপর ফাইনালিস্ট নিউজিল্যান্ড লিগ টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ