Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘরে ফেরা আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি : ৬ শহর, ৫২ দিন, ৬০ ম্যাচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২১, ১২:০০ এএম

কোভিড-১৯ এর প্রকোপের কারণে গত আসর সংযুক্ত আরব আমিরাতে হওয়ার পর আইপিএল আবার ফিরছে ভারতে। তবে এবার নেই কোনো ‘হোম’ ম্যাচ। মহামারীকালের বিশেষ টুর্নামেন্ট হিসেবে ঘরের মাঠে খেলার সুযোগ নেই কোনো ফ্র্যাঞ্চাইজির। সব ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে। বিশ্বের সবচেয়ে কাঙ্খিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলে বিবেচিত টুর্নামেন্টের এবার ১৪তম আসর। টুর্নামেন্টের ব্যাপ্তি ৫২ দিন। খেলা শুরু আগামী ৯ এপ্রিল, ফাইনাল ৩০ মে। তাতে আইপিএল শেষেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দুই সপ্তাহের বেশি সময় পাবে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড গতকাল ঘোষণা করে এবারের আইপিএলের সূচি। ৮ দলের টুর্নামেন্টে এবার মোট ম্যাচ ৬০টি।
বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে চেন্নাইয়ে শুরু হবে আসর। এই টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার জন্যই বাংলাদেশের শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। সাকিবদের প্রথম ম্যাচ চেন্নাইয়ে ১১ এপ্রিল, সাকিবের সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। আইপিএলে বাংলাদেশের আরেক প্রতিনিধি মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ ১২ এপ্রিল, মুম্বাইয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে। মুস্তাফিজ যদিও জানিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ পেলে আইপিএলের আগে জাতীয় দলকেই প্রাধান্য দেবেন তিনি।

এবার খেলা হবে ৬টি শহরে, আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, দিল্লি ও কলকাতা। প্লে অফের তিন ম্যাচ ও ফাইনাল হবে বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। টুর্নামেন্ট শুরু হবে যদিও দর্শকশূন্য মাঠে। পরের দিকে দর্শক প্রবেশের অনুমতির কথা ভাবা হবে বলে জানিয়েছে ভারতীয় বোর্ড।

৬ ভেন্যুতে খেলা হলেও প্রতি দলকে খেলতে হবে ৪টি মাঠে। লিগ পর্বে কোনো দলকেই তিন বারের বেশি ভ্রমণ করতে হবে না। কোভিডের সময় ঝুঁকি কমাতেই এবার এতটা কম ভেন্যুতে ম্যাচ রাখা হয়েছে। এজন্যই ঘরের মাঠের সুবিধা এবার রাখা হয়নি। আইপিএল শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডে যাবে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচটি শুরু ১৮ জুন।


আইপিএলের পূর্ণাঙ্গ সূচি

তারিখ ভেন্যু ম্যাচ সময়*
৯ এপ্রিল চেন্নাই মুম্বাই-ব্যাঙ্গালুরু রাত ৮টা
১০ ” মুম্বাই চেন্নাই-দিল্লি রাত ৮টা
১১ ” চেন্নাই হায়দরাবাদ-কলকাতা রাত ৮টা
১২ ” মুম্বাই রাজস্থান-পাঞ্জাব রাত ৮টা
১৩ ” চেন্নাই কলকাতা-মুম্বাই রাত ৮টা
১৪ ” চেন্নাই হায়দরাবাদ-ব্যাঙ্গালুরু রাত ৮টা
১৫ ” মুম্বাই রাজস্থান-দিল্লি রাত ৮টা
১৬ ” মুম্বাই পাঞ্জাব-চেন্নাই রাত ৮টা
১৭ ” চেন্নাই মুম্বাই-হায়দরাবাদ রাত ৮টা
১৮ ” চেন্নাই ব্যাঙ্গালুরু-কলকাতা বিকাল ৪টা
১৮ ” মুম্বাই দিল্লি-পাঞ্জাব রাত ৮টা
১৯ ” মুম্বাই চেন্নাই-রাজস্থান রাত ৮টা
২০ ” চেন্নাই দিল্লি-মুম্বাই রাত ৮টা
২১ ” চেন্নাই পাঞ্জাব-হায়দরাবাদ বিকাল ৪টা
২১ ” মুম্বাই কলকাতা-চেন্নাই রাত ৮টা
২২ ” মুম্বাই ব্যাঙ্গালুরু-রাজস্থান রাত ৮টা
২৩ ” চেন্নাই পাঞ্জাব-মুম্বাই রাত ৮টা
২৪ ” মুম্বাই রাজস্থান-কলকাতা রাত ৮টা
২৫ ” মুম্বাই চেন্নাই-ব্যাঙ্গালুরু বিকাল ৪টা
২৫ ” চেন্নাই হায়দরাবাদ-দিল্লি রাত ৮টা
২৬ ” আহমেদাবাদ পাঞ্জাব-কলকাতা রাত ৮টা
২৭ ” আহমেদাবাদ দিল্লি-ব্যাঙ্গালুরু রাত ৮টা
২৮ ” দিল্লি চেন্নাই-হায়দরাবাদ রাত ৮টা
২৯ ” দিল্লি মুম্বাই-রাজস্থান বিকাল ৪টা
২৯ ” আহমেদাবাদ দিল্লি-কলকাতা রাত ৮টা
৩০ ” আহমেদাবাদ পাঞ্জাব-ব্যাঙ্গালুরু রাত ৮টা
১ মে দিল্লি মুম্বাই-চেন্নাই রাত ৮টা
২ ” দিল্লি রাজস্থান-হায়দরাবাদ বিকাল ৪টা
২ ” আহমেদাবাদ পাঞ্জাব-দিল্লি রাত ৮টা
৩ ” আহমেদাবাদ কলকাতা-ব্যাঙ্গালুরু রাত ৮টা
৪ ” দিল্লি হায়দরাবাদ-মুম্বাই রাত ৮টা
৫ ” দিল্লি রাজস্থান-চেন্নাই রাত ৮টা
৬ ” আহমেদাবাদ ব্যাঙ্গালুরু-পাঞ্জাব রাত ৮টা
৭ ” দিল্লি হায়দরাবাদ-চেন্নাই রাত ৮টা
৮ ” আহমেদাবাদ কলকাতা-দিল্লি বিকাল ৪টা
৮ ” দিল্লি রাজস্থান-মুম্বাই রাত ৮টা
৯ ” ব্যাঙ্গালুরু চেন্নাই-পাঞ্জাব বিকাল ৪টা
৯ ” কলকাতা ব্যাঙ্গালুরু-হায়দরাবাদ রাত ৮টা
১০ ” ব্যাঙ্গালুরু মুম্বাই-কলকাতা রাত ৮টা
১১ ” কলকাতা দিল্লী-রাজস্থান রাত ৮টা
১২ ” ব্যাঙ্গালুরু চেন্নাই-কলকাতা রাত ৮টা
১৩ ” ব্যাঙ্গালুরু মুম্বাই-পাঞ্জাব বিকাল ৪টা
১৩ ” কলকাতা হায়দরাবাদ-রাজস্থান রাত ৮টা
১৪ ” কলকাতা ব্যাঙ্গালুরু-দিল্লি রাত ৮টা
১৫ ” ব্যাঙ্গালুরু কলকাতা-পাঞ্জাব রাত ৮টা
১৬ ” কলকাতা রাজস্থান-ব্যাঙ্গালুরু বিকাল ৪টা
১৬ ” ব্যাঙ্গালুরু চেন্নাই-মুম্বাই রাত ৮টা
১৭ ” কলকাতা দিল্লি-হায়দরাবাদ রাত ৮টা
১৮ ” ব্যাঙ্গালুরু কলকাতা-রাজস্থান রাত ৮টা
১৯ ” ব্যাঙ্গালুরু হায়দরাবাদ-পাঞ্জাব রাত ৮টা
২০ ” কলকাতা ব্যাঙ্গালুরু-মুম্বাই রাত ৮টা
২১ ” ব্যাঙ্গালুরু কলকাতা-হায়দরাবাদ বিকাল ৪টা
২১ ” কলকাতা দিল্লি-চেন্নাই রাত ৮টা
২২ ” ব্যাঙ্গালুরু পাঞ্জাব-রাজস্থান রাত ৮টা
২৩ ” কলকাতা মুম্বাই-দিল্লি বিকাল ৪টা
২৩ ” কলকাতা ব্যাঙ্গালুরু-চেন্নাই রাত ৮টা
২৫ ” আহমেদাবাদ প্রথম কোয়ালিফায়ার রাত ৮টা
২৬ ” আহমেদাবাদ এলিমিনেটর রাত ৮টা
২৮ ” আহমেদাবাদ দ্বিতীয় কোয়ালিফায়ার রাত ৮টা
৩০ ” আহমেদাবাদ ফাইনাল রাত ৮টা
*বাংলাদেশ সময়

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ