Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

তৃতীয় দফায়ও করোনা নেগেটিভ টাইগাররা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ৪:১৫ পিএম

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ ক্রিকেট দলের তৃতীয় দফায় মঙ্গলবার (৩ মার্চ) করোনা টেস্টেও সবার নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার থেকে তিন ভাগে ভাগ হয়ে ব্যাটিং অনুশীলন শুরু করবেন টাইগাররা।

এর আগে প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষাতেও ফলাফল নেগেটিভ আসে টাইগারদের। এর মধ্যে হোটেলে নিজ রুমেই ফিটনেস ঠিক রাখতে চেষ্টা চালিয়ে গেছেন তামিম, মুশফিকরা। সে সঙ্গে হোটেলের লবি ও বাগানে ঘোরাঘুরি করারও সুযোগ মিলেছে তাদের।

ক্রাইস্টচার্চে ৯ মার্চ পর্যন্ত চলবে অনুশীলন। ১০ মার্চ ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সটাউনে যাবে বাংলাদেশ দল। সেখানে ৫ দিন অনুশীলন করবে টাইগাররা।

পরে ১৬ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ১৭ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ