Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেভেন রিংস সিমেন্টের সঙ্গে তামিম

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ৭:০৯ পিএম | আপডেট : ৭:২১ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

এবার সেভেন রিংস সিমেন্টের সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। সিমেন্ট প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয় দু’পক্ষের মধ্যে। সেভেন রিংস সিমেন্টের কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তামিম ছাড়াও প্রতিষ্ঠানটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পরিচালক তাহমিনা আহমেদ।

চুক্তি স্বাক্ষরের পর তামিম বলেন, ‘সেভেন রিংস্ সিমেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই গর্ববোধ করছি। সেভেন রিংস্ সিমেন্টই একমাত্র প্রতিষ্ঠান যাদের বাংলাদেশের তিনটি ভিন্ন জায়গায় সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে। আমি আরও গর্বিত এটা জেনে যে বাংলাদেশের বাইরেও সিমেন্ট রপ্তানি করছে এই প্রতিষ্ঠান।’

তাহমিনা আহমেদ বলেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে সেভেন রিংস সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ