Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দর্শক ফেরা রাঙালো করাচি

সুযোগ পেয়েও হারাল পেশোয়ার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

করোনার ভয়াবহতা কাটিয়ে এরই মধ্যে দুটি আন্তর্জাতিক সিরিজ সফলভাবে আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেই ম্যাচগুলোতে ছিলোনা মাঠের প্রাণ দর্শক প্রবেশের অনুমতি। এবার সেই শঙ্কটও কাটিয়ে দর্শক নিয়িই মাঠে গড়ালো দেশটির জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আর দিনটি দুর্দান্ত এক জয় দিয়ে রাঙিয়েছে করাচি কিংস।

গতপরশু রাতে ঘরের মাঠ করাচি জাতীয় স্টেডিয়ামে কোয়েটা গ্লাডিয়েটরর্সকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক করাচি। টস হেরে ব্যাট করতে নেমে করাচির নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দলের সেরা তারকা ক্রিস গেইল (২৪ বলে ৩৯) ঝড় তোলার চেষ্টা করলেও বাকিদের ব্যর্থতায় মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় কোয়েটা। করাচির হয়ে ৪ ওভারে এক মেডেনসহ ১৬ রান দিয়ে ৩টি উইকেট নেন আরশাদ ইকবাল, জোড়া শিকার ওয়াকাস মাকসুদের। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, আমের ইয়ামিন ও ড্যানিয়েল ক্রিস্টিয়ান।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম (২০ বলে ২৪), জো ক্লার্ক (২৩ বলে ৪৬), কলিন ইনগ্রাম (২২ বলে ১৭*) ও মোহাম্মদ নবীর (১৪ বলে ৩০*) ঝড়ো ব্যাটিংয়ে ৩৭ বল আগে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে করাচি (১৩.৫ ওভারে ১২৬)। কোয়েটার পাক তুর্কি মোহম্মদ হাসনাইনের শিকার দুটি অপর উইকেটটি নিয়েছেন উসমান শিনওয়ারি। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন করাচির আরশাদ।

করোনার ভয়াবহতা কমে গেলেও শেষ হয়ে যায়নি। তােই পিএসএলের ম্যাচগুলোতে স্বল্প পরিসরে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ধারণক্ষমতার ২০ ভাগ দর্শক (সাড়ে ৭ হাজার) এদিন মাঠে খেলা উপভোগ করেন। অবশ্যই সামাজিক দ‚রত্ব মেনে ও মুখে বাধ্যতাম‚লকভাবে মাস্ক পরে। এছাড়া আসরের অপর ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা তুলনাম‚লকভাবে কম হওয়ায় সেখানকার ম্যাচগুলোতে মাঠে ঢুকতে পারবেন সাড়ে ৫ হাজার দর্শক। এবারের পিএসএলের ৬ষ্ঠ আসরের সবক’টি ম্যাচই হবে পাকিস্তানের এই দুই ভেন্যুতে।

তবে সেই জৈব-সুরক্ষা বল নিয়ে প্রথম দিনই জন্ম দিয়েছিলেন ওয়াহাব রিয়াজ ও ড্যারেন স্যামি। তবে এ যাত্রায় পিসিবি থেকে ছাড় পেয়েছেন করোনাভাইরাসের বিধি ভাঙা পেশোয়ার জালমি অধিনায়ক ও কোচ। তিন দিনের কোয়ারেন্টিন সম্পন্ন না করেই মাঠে ফিরেছিলেন তারা। তবে দিনটি রাঙাতে পারলো না পেশোয়ার। গতকাল বিকেলে পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে লাহোর কালান্দার্সের কাছে ৪ উইকেটে হেরে গেছে দলটি। টস হেরে ব্যাট করতে নেমে রবি বোপারার ফিফটিতে ৬ উইকেটে ১৪০ রান তোলে পেশোয়ার। তবে মোহাম্মদ হাফিজ (২৬ বলে ৩৩) ও রশিদ খানের (১৫ বলে ২৭) ক্যামিওতে জয় নিয়ে মাঠ ছাড়ে লাহোর। চার ওভারে একটি মেডেনসহ ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয়া দলটির শাহীন শাহ আফ্রিদি হন ম্যাচসেরা।

এই ম্যাচের আগের দিন পেশোয়ারের মালিক জাভেদ আফ্রিদির সঙ্গে দেখা করেন ওয়াহাব ও স্যামি, যিনি দলের জৈব-সুরক্ষা বলয়ের বাইরের সদস্য। এরপরই পিসিবির কোভিড-১৯ প্রোটোকল অনুযায়ী, দুইজনকে পাঠানো হয় তিন দিনের কোয়ারেন্টিনে। দলের সঙ্গে ফিরতে এই সময়ে দুইবার করোনাভাইরাস নেগেটিভ হওয়া বাধ্যতাম‚লক ছিল তাদের। গতকাল সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, শুক্রবারই ওয়াহাব-স্যামির প্রথম পরীক্ষা করানো হয়, পরদিন হয় দ্বিতীয় পরীক্ষা। দুইবারই নেগেটিভ ফল আসায় পেশাওয়ারের এই দুই সদস্যকে দলে ফেরার অনুমতি দিয়েছে পিসিবি। পরে পিসিবি এদিন বিবৃতি দিয়ে জানায়, দলের দুই সদস্যের কান্ডে অনুতপ্ত পেশোয়ার। পিএসএল সফলভাবে সম্পন্ন করতে আগামীতে বিধি না ভাঙার নিশ্চয়তা দিয়েছে দলটি।



 

Show all comments
  • Abdul Jalil ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১:৫৪ পিএম says : 0
    All hamdulilah!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ