Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোহলি এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৩৭ এএম

মাঠে আম্পায়ারের সঙ্গে তর্কে লিপ্ত হওয়ায় ভারতীয় অধিনায়ককে এক ম্যাচ নিষিদ্ধ করা হতে পারেন। চেন্নাই টেস্টে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে আউট না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আম্পায়ার নীতিন মেননের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

কারণ বিরাট কোহলির আচরণ নিয়ে অভিযোগ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও ডেভিড লয়েড।

চার টেস্ট সিরিজের দ্বিতীয় খেলায় তৃতীয় দিনে অক্ষর প্যাটেলের একটি বল ব্যাকফুটে খেলতে গেলে ডান পায়ে লাগে জো রুটের। কোহলিদের জোরালো আবেদন সত্ত্বেও আউট দেননি আম্পায়ার নীতিন মেনন। রিভিউ নিয়েও কাজ হয়নি। কারণ বল যে জায়গায় রুটের প্যাডে লাগে সেটা পুরোপুরি অফস্টাম্পের লাইনে ছিল না। ফলে আম্পায়ার্স কলে বেঁচে যান ইংল্যান্ড অধিনায়ক।

তবে ফিল্ড আম্পায়ার আউট দিলে নিশ্চিত সাজঘরে ফিরতে হতো জো রুটকে। রিভিউ নিয়েও বাঁচতে পারতেন না। কারণ বল অফস্টাম্পের লাইনে নো না থাকলেও স্টাম্পে গিয়ে আঘাত হানত।

তবে আম্পায়ারের সঙ্গে কোহলির তর্ক করা ক্রিকেটের কোড অব কন্ডাক্টের পরিপন্থী। তাইতো ডেভিড লয়েড বলেছেন, আম্পায়ারের সঙ্গে এভাবে তর্ক এবং দর্শকদের উস্কাতে পারে না বিরাট কোহলি। আরও ভালো নিদর্শন দেখানো উচিত ছিল ওর। এটা মোটেই ভালো কাজ হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ