Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন কোহলি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৫৯ এএম

মাঠে বার বার মেজাজ হারানোর ঘটনা এর আগেও ঘটেছে। এই ক্ষেত্রে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি সবার চেয়ে এগিয়ে। আবারও তিনি মাঠে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন।

চেন্নাইয়ের ঘূর্ণি উইকেটে সোমবার অসাধারণ এক ইনিংস খেলেছেন বিরাট কোহলি। ১৪৯ বলে ৬২ রান করেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিকরাও সিরিজে ১-১ এ সমতা ফেরানোর দোরগোড়ায়। কিন্তু এর মধ্যেও বিতর্কে জড়িয়ে পড়লেন ভারত অধিনায়ক কোহলি।

রান নেওয়ার সময় পিচের বিপজ্জনক জায়গায় চলে যাচ্ছিলেন। যা ভালোভাবে নেননি ফিল্ড আম্পায়ার নীতীন মেনন। তিনি কোহলিকে সতর্ক করেন। আর এ নিয়েই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ভারত অধিনায়ক।

ঘটনার সূত্রপাত চেন্নাই টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির আগের ওভারে। সেই ওভারে ড্যানিয়েল লরেন্সের চতুর্থ বল অফ স্টাম্পের দিকে খেলে তিন রান নেওয়ার চেষ্টা করেন রবিচন্দ্রন অশ্বিন।

তৃতীয় রান নেওয়ার সময় পিচের বিপজ্জনক জায়গা দিয়ে দৌড়তে শুরু করেন কোহলি। তখন তার দিকে এগিয়ে এসে তাকে সতর্ক করেন আম্পায়ার নীতীন মেনন। কিন্তু ভারত অধিনায়ক বিষয়টা মেনে নেননি। বরং নীতীন মেননের সঙ্গে তর্ক জুড়ে দেন।

শুধু তাই নয়, এই বিষয়ে কথা বলার জন্য প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা জো রুটের কাছেও চলে যান কোহলি। ভিডিওতে দুই অধিনায়ককে কথা বলতেও দেখা যায়। সেই ঘটনা অবশ্য কোহলির ব্যাটিংয়ে কোনো প্রভাব ফেলেনি।

বরং সপ্তম উইকেটে অশ্বিনের সঙ্গে মূল্যবান ৯৬ রান যোগ করেন কোহলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ