Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের তৃতীয় শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৫০ পিএম

বিগ ব্যাশে তৃতীয় শিরোপা ঘরে তুলেছে সিডনি সিক্সার্স। শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টের দশম আসরের ফাইনালে সিডনি ২৭ রানে হারায় পার্থ স্কর্চার্সকে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সিডনি ওপেনার জেমস ভিন্সের দারুণ ফিফটিতে ৬ উইকেটে তুলে ১৮৮ রান। জবাবে পার্থ থামে ১৬১ রানে। অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে সিডনির এটি টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয় শিরোপা। এর আগে ২০১১-১২ মৌসুমে উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

ব্যাটিংয়ে সিডনিকে প্রায় একাই টানেন ভিন্স। ৫ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি এই ইংলিশ ব্যাটসম্যান। ৬০ বলে তার ৯৫ রানের অনবদ্য ইনিংসে ছিল ১০ চার ও ৩ ছয়ের মার। আগের ম্যাচে তিনি করেছিলেন অপরাজিত ৯৮। ভিন্স সফল হলেও সিডনির আর কেউ ২০ পেরুতে পারেননি। ১৪ বলে একটি করে চার ও ছক্কায় ২০ রান করেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান।

লক্ষ্য তাড়া করতে নেমে পার্থকে ক্যামেরন ব্যানক্রফট ও লিয়াম লিভিংস্টোন উড়ন্ত সূচনা এনে দিলেও হার এড়াতে পারেননি। প্রথম চার ওভারে এই জুটি তুলে ৪৩ রান। পরের ওভারে ব্যানক্রফটকে (১৯ বলে ৩০) ফিরিয়ে ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন জ্যাকসন বার্ড। অস্ট্রেলিয়ান এই পেসার পরে ফেরান ৩৫ বলে ৩ চার ও ২ ছয়ের মারে ৪৫ রান করা লিভিংস্টোনকেও। লিভিংস্টোনের বিদায়ের পর পার্থের আর কেউ দাঁড়াতে পারেননি। তাই লক্ষ্যের কাছাকাছি যেতে পারেনি দলটি। চার ওভারে ৩৭ রানে ৩ উইকেট নিয়ে সিডনির সফল বোলার বেন ডোয়ারসাস। বার্ড, শন অ্যাবট ও ক্রিস্টিয়ান শিকার করেন দু’টি করে উইকেট। ম্যাচ সেরার পুরস্কার পান ভিন্স।

সংক্ষিপ্ত স্কোর :
সিডনি সিক্সার্স : ২০ ওভারে ১৮৮/৬ (ফিলিপস ৯, ভিন্স ৯৫, হিউজ ১৩, হেনরিকস ১৮, সিল্ক ১৭*, ক্রিস্টিয়ান ২০, ব্র্যাথওয়েট ১০; বেহরেনডর্ফ ৪-০-৩৬-০, রিচার্ডসন ৪-০-৪৫-২, টাই ৪-০-২৯-২, ফাওয়াদ ৩-০-১৬-১, হার্ডি ৩-০-৩৭-০)

পার্থ স্কর্চার্স : ২০ ওভারে ১৬১/৯ (ব্যানক্রফট ৩০, লিভিংস্টোন ৪৫, মানরো ২, ইনগ্লিস ২২, মার্শ ১১, টার্নার ১১, হার্ডি ২৬, রিচার্ডসন ৭*, টাই ০, বেহরেনডর্ফ ০, ফাওয়াদ ০*; বার্ড ৩-০-১৪-২, ডোয়ারসাস ৪-০-৩৭-৩, অ্যাবট ৩-০-৩৩-২, ক্রিস্টিয়ান ৪-০-২৫-২, ও’কিফ ৪-০-২৬-০, ব্র্যাথওয়েট ২-০-১৪-০)

ফল : সিডনি সিক্সার্স ২৭ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ : জেমস ভিন্স

ম্যান অব দ্য টুর্নামেন্ট : জশ ফিলিপস।।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ