Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে সূচি পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৫৩ পিএম

বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব ঘোষিত সূচি থেকে এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের খেলাগুলো। ভেন্যু ঠিক থাকলেও, খেলাগুলো হবে ভিন্ন তারিখে। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেসি) এক বিবৃতিতে বৃহস্পতিবার এ তথ্য জানায়। তারা জানিয়েছে, প্রয়োজনীয় লজিস্টিকের কারণে আনা হয়েছে সূচির এই পরিবর্তন। শুধু বাংলাদেশ সিরিজই নয়, নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সূচিও বদলে নিয়েছে তারা।

ওয়ার্ল্ড কাপ সুপার লিগের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। দুই সিরিজের জন্য ৩৫ সদস্যের বহর নিয়ে যাওয়ার কথা টাইগারদের।

প্রাথমিকভাবে বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে অল্প কয়েকদিন অনুশীলনের পর ১৩ মার্চ থেকে ওয়ানডে সিরিজের খেলা শুরুর কথা ছিল। তবে এবার কোয়ারেন্টিন শেষে কুইন্সটাউনে ৫ দিনের ক্যাম্প করবে টাইগাররা। মূলত এ কারণেই পিছিয়ে দেয়া হয়েছে সিরিজের সূচি।

নতুন সূচিতে ২০ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৬ মার্চ। ওয়ানডে সিরিজের ভেন্যু আগের সূচি মোতাবেক যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ এবং ওয়েলিংটনই থাকছে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে ২৮ ও ৩০ মার্চ এবং ১ এপ্রিল। পূর্ব ঘোষিত সূচিতে টি-টোয়েন্টি ম্যাচগুলোর ভেন্যু ছিল যথাক্রমে নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে। এখন প্রথম টি-টোয়েন্টি হবে হ্যামিল্টনে। পরের দুইটি ভেন্যু যথাক্রমে নেপিয়ার ও অকল্যান্ড।

 

বাংলাদেশ-নিউজিল্যান্ড পরিবর্তিত সূচি

প্রথম ওয়ানডে - ২০ মার্চ, ওটাগো ওভাল, ডানেডিন

দ্বিতীয় ওয়ানডে - ২৩ মার্চ, হাগলি ওভাল, ক্রাইস্টচার্চ

তৃতীয় ওয়ানডে - ২৬ মার্চ, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন

 

প্রথম টি-টোয়েন্টি - ২৮ মার্চ, ম্যাকলিন পার্ক, হ্যামিল্টন

দ্বিতীয় টি-টোয়েন্টি - ৩০ মার্চ, ইডেন পার্ক, নেপিয়ার

তৃতীয় টি-টোয়েন্টি - ০১ এপ্রিল, সেডন পার্ক, অকল্যান্ড



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ