নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ক্রিকেটের দানব নামে ক্রিস গেইলের খ্যাতি অনেকদিনের। ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচে তার দানবীয় ব্যাটিং এর আগে বহুবার দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। তবে এবার গেইল ঝড় তুললেন ১০ ওভারের খেলায়। বুধবার রাতে আবুধাবিতে টি-টেন ম্যাচে এই ক্যারিবীয়র দানবীয় ইনিংসে টিম আবুধাবি ৯ উইকেটে হারায় মারাঠা অ্যারাবিয়ান্সকে। টসে জিতে টিম আবুধাবির অধিনায়ক লুক রাইট ব্যাট করতে পাঠান প্রতিপক্ষ বাংলাদেশের মোসাদ্দেক হোসেন সৈকতের দল মারাঠা অ্যারাবিয়ান্সকে।
ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৭ রান তোলে মারাঠা। ৩ বলে ২ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক। ওপেনার আলিশা শারাফু ২৩ বলে করেন সর্বোচ্চ ৩৩ রান। ১৩ বলে ২০ রান করেন মোহাম্মদ হাফিজ। শোয়েব মালিক ১৫ ও মোসাদ্দেক ২ রানে অপরাজিত থাকেন।
জবাব দিতে নেমে ক্রিস গেইল একাই হারিয়ে দেন মারাঠা অ্যারাবিয়ান্সকে। তার দানবীয় ব্যাটিংয়ে লন্ডভন্ড হয়ে যায় প্রতিপক্ষের বোলিং লাইনআপ। গেইল ২২ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ৯ ছয় ও ৬ টি চারের মারে ছিল। অর্থ্যাৎ ৭৮ রানই তিনি করেন চার-ছক্কার মারে। বাকি ৬ রান করেন দৌড়ে। টিম আবৃধাবির অপর ওপেনার পল স্টার্লিং আউট হন ১১ রান করে। জো ক্লার্ক অপরাজিত থাকেন ৬ বলে ৫ রান করে। গেইল ঝড়ে শেষ পর্যন্ত ৫.৩ ওভারেই ১০০ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম আবুধাবি। এটা নিয়ে পাঁচ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট আবুধাবির। সমান ম্যাচে মারাঠার পেয়েছে এক জয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।