Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৩৪ এএম

সবার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ বাতিল হতেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল কিউরা। জুন মাসে লর্ডসে ফাইনালে খেলবে কেন উইলিয়ামসনের দল।

কিউইদের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে আছে তিন দেশ- ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা শেষ নিউজিল্যান্ডের। পাঁচটি সিরিজ খেলেছে কিউইরা। ১১ টেস্টের মধ্যে ৭টি জিতেছে, হেরেছে ৪টিতে। ৪২০ পয়েন্ট এবং ৭০ শতাংশ জয়ের হারে টেবিলে দুই নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনের দল।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সিরিজ স্থগিত হওয়ায় তাদের তিনে নামার আর কোনো সুযোগ নেই।

৪৩০ পয়েন্ট নিয়ে আর ৭১.৭ শতাংশ জয়ের হারে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে এক নম্বরে ভারত।

এদিকে অস্ট্রেলিয়া ৬৯.২ শতাংশ হারে টেবিলে তিন নম্বরে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাতিলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া বেশ কঠিন হয়ে গেছে অজিদের জন্য।

৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড চার টেস্টের সিরিজ। ইংল্যান্ডের বিপক্ষে অন্তত ২ টেস্ট জিতলেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের।

তবে ইংল্যান্ড তিনটি টেস্ট জিততে পারলে তারা খেলবে লর্ডসের ফাইনালে।

আর ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ ড্র হলে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলার সুযোগ মিলতে পারে অস্ট্রেলিয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ