নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর হৃদযন্ত্রে তিন তিনটি স্টেন্ট বসানো হয়েছে। ব্লকেজের বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাননি উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠিসহ সৌরভের চিকিৎসকরা। সঠিক চিকিৎসার পর সৌরভ দিন দিন সেরে উঠছেন। আজ তিনি হাসপাতাল ছাড়তে পারেন।
অস্ত্রোপচারের পর সৌরভের অবস্থা জানাতে তার চিকিৎসক সপ্তর্ষি বসু ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারকে বলেন, ‘বেশ ভালো আছেন সৌরভ। ঠিকমতো খাওয়া-দাওয়া করছেন। রাতে দারুণ ঘুম হয়েছে তার। আগের থেকে অনেকটাই সুস্থবোধ করছেন। হয়তো আজ (রোববার) সকালেই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবেন সৌরভ।’
হৃদযন্ত্রের অস্ত্রোপচারের দুদিন পার হতেই সৌরভের হাসপাতাল ছাড়ার পরিকল্পনার বিষয়ে ড. সপ্তর্ষি বসু বলেন, ‘তার শারীরিক অবস্থা বেশ ভালো। চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডপ্রধান। তাই দ্রুত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আগামী কয়েক দিন বিশ্রামের পরেই সৌরভ আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।’
বর্তমানে কলকাতার অ্যাপোলো গ্লেনিগ্রেস হাসপাতালে চিকিৎসক আফতাব খান ও চিকিৎসক অশ্বিন মেহতার তত্ত্বাবধানে রয়েছেন সৌরভ। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সূত্র: আনন্দবাজার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।