Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রাপ্তি আর ত্যাগের দিনে রাজ্জাকের মিশ্র প্রতিক্রিয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ১২:৪৪ এএম

আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়ি জীবনকে আর বিদায় বলা হল না আব্দুর রাজ্জাকের। জাতীয় দলের কিংবদন্তি স্পিনার পেয়েছেন জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব। ফলে জাতীয় দল তো বটেই, ঘরোয়া ক্রিকেটেও আর খেলোয়াড়ের ভ‚মিকায় দেখা যাবে না তাকে। নির্বাচক প্যানেলে যুক্ত হওয়ার প্রাপ্তির দিনে রাজ্জাককে ত্যাগ করতে হল দীর্ঘ খেলোয়াড়ি জীবনের মায়া।
রাজ্জাকের নির্বাচক প্যানেলে যুক্ত হওয়ার বিষয়টি অনুমিতই ছিল। জানতেন খোদ রাজ্জাকও। তবুও এতদিন তিনি ছিলেন খেলোয়াড়। গতপরশু সন্ধ্যায় যেই না নির্বাচক হিসেবে তার নাম ঘোষণা হল, এরপর থেকে তো আর খেলোয়াড় সত্তা থাকে না। তবুও রাজ্জাক নতুনকে বরণ করে নিতে চান হাসিমুখেই খেলোয়াড়ি জীবনের ইতি টেনে। রাজ্জাক জানান, তার শুভাকাক্সক্ষীদের অনেকেই তার কাছে জানতে চাচ্ছেন এখানেই তার খেলোয়াড়ি জীবনের ইতি ঘটে গেল কি না। কিংবদন্তিতুল্য একজন ক্রিকেটারের খেলার দিনগুলোর এমন মলিন বিদায়ে স্বভাবতই হতাশ অনেকে, ‘অনেক ফোন এসেছে, আসছে এখনো। বেশিরভাগ মানুষই অভিনন্দন জানিয়েছেন। আবার কিছু কিছু মানুষের কথা হচ্ছে- খেলোয়াড়ি জীবন কি এখনই শেষ হয়ে গেল? নির্বাচকের আসনে যোগ দিলে তো খেলোয়াড়ি জীবন শেষই হওয়ার কথা। তাই হবে হয়ত।’
রাজ্জাকের অনুভ‚তি তাই ঠিক ধরা গেল না, বোঝা গেল না প্রাপ্তির আনন্দে তিনি খুশি নাকি ত্যাগের কথা ভেবে বিষাদগ্রস্ত। তবে প্রস্থানের এই নিয়মকে বাস্তবতা হিসেবেই দেখছেন সাবেক বাঁহাতি স্পিনার, ‘মিশ্র প্রতিক্রিয়া আমার মধ্যে। আমি এখনো ক্রিকেট ছাড়ার পর্যায়ে যেতে পারিনি। নিজেও সেভাবে চিন্তা করতে পারিনি। এটা স্বাভাবিক নিয়ম, সবকিছু থেকেই একসময় সরে আসতে হবেই, কখনো না কখনো। রুপান্তরের একটা সময় থাকে মানুষের। আমার হয়ত সেই সময়টা এখন এসেছে।’ মাঠ থেকে তো আর বিদায় বলা হল না। এখনই কি বিদায় বলতে চান? স্মিত হেসে রাজ্জাকের উত্তর, ‘যখন ক্রিকেট বোর্ড থেকে বলবে নির্বাচকের পদে যোগ দিতে, সেই আনুষ্ঠানিকতা যখন আসবে, তখন বলব।’
তবে আপাতত নির্বাচকের দায়িত্ব পেয়ে উচ্ছ¡সিত প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের সফলতম বোলার, ‘খুব ভালো লাগছে। আমি ক্রিকেটের মানুষ, আজীবন ক্রিকেটের সঙ্গেই থাকতে চাই। নির্বাচকের দায়িত্ব পাওয়া অনেক বড় সম্মান। আমার প্রতি আস্থা রাখায় বিসিবির প্রতি কৃতজ্ঞতা।’
প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট শিকারি বাংলাদেশের একমাত্র বোলার রাজ্জাক, তার উইকেট সংখ্যা এখন ৬৩৪। ৪১ বার নিয়েছেন ৫ উইকেট, ম্যাচে ১০ উইকেট ১১ বার। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিয়েছেন ৪১২ উইকেট। সেরা বোলিং ১৭ রানে ৭ উইকেট।

 



 

Show all comments
  • Nazrul Islam ২৯ জানুয়ারি, ২০২১, ২:৩৭ এএম says : 0
    নিঃসন্দেহে ভালো খবর।
    Total Reply(0) Reply
  • Sabbir Khandokar ২৯ জানুয়ারি, ২০২১, ২:৩৮ এএম says : 0
    রফিক ভাইকেও পদ দেওয়া হোক
    Total Reply(0) Reply
  • Sakib Ahmed ২৯ জানুয়ারি, ২০২১, ২:৩৮ এএম says : 0
    অভিনন্দন। তাঁর একটা সম্মানজনক বিদায় প্রাপ্য ছিলো। যাক একটা ভালো প্রাপ্য পেয়েছে।
    Total Reply(0) Reply
  • Md Anowar ২৯ জানুয়ারি, ২০২১, ২:৩৯ এএম says : 0
    মোঃ রফিক ও পাইলট কে নির্বাচক হিসেবে দেখতে চাই।
    Total Reply(0) Reply
  • Mohammed Jahangir ২৯ জানুয়ারি, ২০২১, ২:৪০ এএম says : 0
    অভিনন্দন। শুভকামনা রইলো।দায়িত্ব যেন সঠিক ভাবে পালন করতে পারে।
    Total Reply(0) Reply
  • Shaheen ২৯ জানুয়ারি, ২০২১, ২:৪১ এএম says : 0
    ভালো একজন লোক পেলো, বিসিবি।এবার যদি স্বাধীনভাবে কাজ করতে পারেন আরি। তাহলে দেশের উপকার হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ