Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ: প্রশংসায় ভাসছে টাইগাররা

শাহেদ নুর | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ২:৫৬ পিএম

এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দল। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সফরকারী দলকে ১২০ রানে হারিয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে ৬ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছিলো তামিম ইকবালের নেতৃত্বাধীন এই দল।

দীর্ঘদিন পর কোন দলকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। পুরো সিরিজজুড়ে তারা বোলিং, ব্যাটিং ও ফিল্ডিয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শণ করেছে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র প্রশংসায় ভাসছেন টাইগাররা।

ম্যাচে ৫১ রানের সুবাদে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান স্পর্শ করলে নতুন এক মাইল ফলক। এ প্রসংগে সাকিব তাঁর ভেরিফাইড পেইজে লিখেন, ‘দেশের মাটিতে একমাত্র ক্রিকেটার হিসাবে ৬০০০ রান ও ৩০০ উইকেট অর্জন করেছেন সাকিব আল হাসান। পরবর্তী অর্জনের জন্য প্রস্তুত সাকিব।’

ম্যাচে জয় প্রসংগে সাকিব লিখেন, ‘সবকটি ম্যাচে দারুন পারফরমেন্সে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ করে সিরিজের দারুণ সমাপ্তি আনল টাইগাররা। ব্যাটে বলে আবার ফিরে এসে অত্যন্ত আনন্দিত। ’

উচ্ছ্বাস প্রকাশ করে শহিদুল ইসলাম হাসান লিখেন, ‘দীর্ঘ এগারো বছর পর তামিমের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে ওয়াট ওয়াশ করল বাংলাদেশ!’

শাকিব-তামিম-মুসফিক-মাহমুদুল্লার ছবি শেয়ার করে রাফিদ মন্ডল লিখেন, ‘চার পান্ডবের তান্ডবে বাংলাদেশের বিশাল ব্যাবধানে জয়লাভ। অভিনন্দন বাংলাদেশ।’

ম্যাচে চারটি হাফ সেঞ্চুরি থাকলে কোন সেঞ্চুরি ছিলো না। দলের এই ব্যাটিং নিয়ে একটু ভিন্নভাবে লিখেন সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ। তিনি লিখেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সমস্যা এখানেই, আমাদের ক্রিকেটাররা ইনিংস লম্বা করতে পারছে না, সেট হয়ে যাওয়ার পরও। অন্যদেশ হলে এখানে অন্তত একটা সেঞ্চুরি দেখতে পেতাম।’

সাকিবের ছবি শেয়ার করে মুহাম্মদ ইমরান লিখেন, ‘তিন ম্যাচে ১১৩ রান ও ৬ উইকেট নিয়ে সিরিজ সেরা সাকিব আল হাসান। অভিনন্দন মিস্টার অলরাউন্ডার। যেখানে সবকিছু রেখে গিয়েছিলেন, সেখান থেকেই আবার নতুন শুরু। বি.দ্র: আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চবার সিরিজ সেরা হওয়ার তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন সাকিব আল হাসান।’

অভিনন্দন জানিয়ে এমডি মাসুদ রানা ইমরান লিখেন, ‘অভিনন্দন বাংলাদেশ। ৩য় এবং শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ী টিম টাইগার্স। আরো একটি বাংলাওয়াশ সম্পূর্ণ হলো। যদিও তুলনামূলক প্রতিপক্ষ টিম অনেক দুর্বল ছিলো। কারণ আমরা কম বেশি সবাই জানি এটা ওয়েস্ট ইন্ডিজ মুল টিম না।’

কাওসার আহমেদ লিখেন, ‘অভিনন্দন বাংলাদেশ দলকে। আশা করি এই জয়ের ধারা অব্যহত থাকবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ