নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ক্রিকেট একটু-আধটু বোঝেন, তাদের সবারই জানা ৬ বলে এক ওভার হিসাব করা হয়। কিন্তু গতকাল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডের আম্পায়াররা এই হিসাব রাখতে ভুলে গেলেন। ফলে মুস্তাফিজুর রহমান ৫ বল করতেই হয়ে গেল ওভার! তথ্য-প্রযুক্তির এত উন্নতির পরও এমন ভুল রীতিমতো হইচই ফেলে দেওয়ার মতো।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৪০তম ওভারে মুস্তাফিজ প্রথম দুটি বৈধ বল করার পর একটি ‘নো’ করেন। ফ্রি-হিটের ডেলিভারিটিও ‘নো’ হয় বাঁহাতি পেসারের। এরপর তিনটি বৈধ বল করেন তিনি। সেই হিসাবে বল হয়েছে ৫টি, অথচ আম্পায়ার গাজী সোহেল ওভারের ঘোষণা দেন!
এই ঘটনায় হুট করে স্কোরবোর্ড দেখে ধন্দে পড়ে যেতে হয়েছে সবাইকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল স্কোরারদের সহায়তা নেওয়া ছাড়া গতি ছিল না কারও। তাদের কাছ থেকে জানা গেল মূল ঘটনা।
৫ বলের ওভারের রহস্য নিয়ে অফিসিয়াল স্কোরাররা জানালেন, আম্পায়ারের ভুলে ৫ বলে একটি ওভার হয়ে গেছে। তাদের ধারণা, পরপর দুটি ‘নো’ ও দুটি ফ্রি-হিটের কারণে পরের ৪ বলের হিসাব ঠিকভাবে রাখতে পারেননি দায়িত্বরত আম্পায়ার গাজী সোহেল।
যদিও ক্রিকেটে এমন ঘটনা নতুন নয়। যেগুলোর সবই আম্পায়ারের ভুলে হয়েছে। সর্বশেষ ২০১২ সালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ৫ বলের ওভার দেখা গিয়েছিল। অ্যাডিলেডের ওই ম্যাচে লাসিথ মালিঙ্গার করা ৩৮তম ওভারটি ৫ বলেই শেষ করে দেন দায়িত্বরত আম্পায়ার সিমন ফ্রাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।