Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা পরবর্তী প্রথম আন্তর্জাতিক ম্যাচে টাইগারদের জয়: নেটিজেনদের উচ্ছ্বসিত প্রশংসা

শাহেদ নুর | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ৭:৪১ পিএম

বৈশ্বিক মহামারী কোভিড-১৯-এর দীর্ঘ বিরতির পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয় লাভ করেছে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দল। রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচে বোলিং ও ব্যাটিংয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে টাইগাররা।

টসে জিতে ফিল্ডিং নিয়ে মাত্র ১২২ রানেই উইন্ডিজদের থামিয়ে দেন বাংলাদেশি বোলাররা। সাকিব আল হাসান ৪, হাসান মাহমুদ ৩, মুস্তাফিজুর রহমান ২ ও মেহেদি হাসান মিরাজ ১ উইকেট নেন।

ব্যাটিংয়ে নেমে ৩৩ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় তামিম ইকবালরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন তামিম। ৭ ওভার ২ বলে মাত্র ৮ রানে ৪ উইকেট ও ব্যাটিংয়ে ১৯ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হন সাকিব।

করোনা পরবর্তী প্রথম আন্তর্জাতিক ম্যাচে টাইগারদের জয় এবং নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অসাধারণ নৈপুণ্য নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনে ভাসছে টাইগাররা।

জয় নিয়ে গাজী মিজানুর রহমান লিখেন, ‘২০২১ সালটা জয় দিয়ে শুরু করল টিম টাইগার্স! সাকিব আল হাসান ও তরুণ বোলার হাসান মাহমুদ খুব ভালো বল করে ম্যাচটা জয়ের জন্য সহজ করে দিয়েছে। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করার জন্য। আশা করি, এই জয়ের ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

এমডি হেলাল উদ্দিন লিখেন, ‘অভিনন্দন টিম টাইগার্স! জয় দিয়ে শুরু করলেন নতুন ২০২১। ৯৭ বল হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটের সহজ জয় দিয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকলো বাংলাদেশ।’

ম্যাচে সাকিবের একটি রেকর্ডে কথা উল্লেখ করে জায়েদ শিশির লিখেন, ‘দেশের মাটিতে ১০০ তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে প্রথম বাংলাদেশী বোলার হিসেবে ওয়ানডেতে দেশের মাটিতে ১৫০টি উইকেট এবং নির্দিষ্ট এক ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান।’

শহিদুল ইসলাম লিখেন, ‘দীর্ঘ বিরতির পর আবারও ক্রিকেট মাঠে ফিরেছে। অনেকটা ঈদের মত আমেজ লাগে তখন। যদিও সহজলভ্য জয় কঠিন করে পেতে হয়েছে। তারপরও জয় জয়ই। অভিনন্দন।

খেলায় লিটন কুমার দাসের একটি দুর্দান্ত ক্যাচের ছবি শেয়ার করে ফিরোজ খান লিখেন, ‘উড়ন্ত বাজপাখি ভেবে ভুল করবেন না। কারণ এটা আমাদের লিটন কুমার দাস। মুস্তাফিজের বলে দুর্দান্ত ক্যাচটি নিয়ে উইন্ডিজ ওপেনার জশুয়া ডি সিলভাকে মাত্র ৯ রানেই ড্রেসিংরুমে পাঠিয়ে দেয়।’

সাকিবের ছবি শেয়ার করে রাফি ইসলাম প্রিন্স লিখেন, ‘নবাবের রাজকীয় প্রত্যাবর্তন! ৭.২ ওভার হাত ঘুরিয়ে ৮ রান দিয়ে ৪ উইকেট শিকার। বিশ্ব ক্রিকেটকে নিজের প্রত্যাবর্তনের বার্তা দিয়ে রাখলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ