Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে তামিম-সাকিবরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১:৫০ পিএম

২০২০ সালের মে মাসে শ্বেতাঙ্গ পুলিশের হাতে খুন হন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। যুক্তরাষ্ট্রে চাঞ্চল্যকর এই ঘটনায় পর বিক্ষোভ শুরু হয় বিশ্বের নানা প্রান্তে। বর্ণবাদ বিরোধী আন্দোলনে যোগ হয় ক্রীড়াঙ্গনও। নির্মমভাবে ফ্লয়েডকে হত্যার পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল যেখানেই খেলেছে সেখানেই কৃষ্ণাঙ্গদের বিশেষ সম্মান জানিয়েছে। ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নেমে এর যুক্ত হলো বাংলাদেশ দলও।

বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরুর আগে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে একাত্ম হয়েছে টাইগাররাও। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হাঁটু গেঁড়ে হাত উঁচু করে জানান দেয়, ‘কৃষ্ণাঙ্গরাও মানুষ’।

এদিকে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের নতুন অধিনায়ক তামিম ইকবাল।অভিষেক হয়েছে ২১ বছর বয়সী পেসার হাসান মাহমুদের। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান। হোম অব ক্রিকেট এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে ওয়েস্ট ইন্ডিজদের ৬ জনের। তারা হলেন: জশুয়া ডা সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, রুমাহ বোনার, কাইল মায়ের্স, জাহমার হ্যামিল্টন, ও চেমার হোল্ডার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ