Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামিমদের জার্সিতে মুক্তিযুদ্ধের ছাপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন হওয়া বাংলাদেশ চলতি বছর পা রাখবে পঞ্চাশে। সেই সাথে চলছে মুজিববর্ষও। এই দুই উপলক্ষ রাঙাতে নিজেদের মতো আয়োজনের ভাবনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, এর শুরুটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে। স্বাধীনতার ৫০ বছর প‚র্তিতে ওয়ানডে সিরিজে সাকিব-তামিমদের জন্য বিশেষ জার্সির পরিকল্পনা করছে বিসিবি।

কিছুটা চমক রাখলেও সাবেক এই অধিনায়ক জানালেন, সুবর্ণ জয়ন্তীতে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে থাকবে মুক্তিযুদ্ধের ছাপ, ‘পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড ও প্লেয়াররা এতে সম্পৃক্ত হতে যাচ্ছি। এটা আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ, যেহেতু এটা আমাদের স্বাধীনতার ৫০ বছর। সেটা উদযাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি। জার্সিটা কিন্তু আমাদের জাতীয় পতাকার মতো করেছি, সবুজ ও লাল দিয়ে করা। এখানে অন্য কোনো রং নেই। আমাদের পতাকায় লাল স‚র্য যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি। স্বাধীনতার পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছেন, যেভাবে স্বাধীনতা উদযাপন করেছেন সেটা তুলে ধরেছি। এর সঙ্গে আমাদের স্মৃতিসৌধও জার্সিতে তুলে ধরেছি।’

এছাড়া স্মারক কয়েনের চিন্তায় তাদের আছে বলে জানান আকরাম,‘আমাদের অনেক কিছু করার ইচ্ছে ছিল কিন্তু কোভিডের জন্য আমরা পারছি না। এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। তারপরেও আমরা চেষ্টা করছি আরো কিছু করার। কয়েনেরে ক্ষেত্রেও চেষ্টা করছি সেটা করার। দেখি আমরা ফাইনাল করব। যেহেতু আমাদের হাতে সময় আছে।’

করোনাভাইরাস মহামারীর কারণে কর্মস‚চিগুলো যথাযথভাবে করা না যাওয়ায় মুজিববর্ষের মেয়াদ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। মহামারীর কঠিন সময়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সিরিজটি বিসিবি নামকরণ করেছে বঙ্গবন্ধু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২১ নামে। ২০ জানুয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ। ২২ জানুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। ২৫ জানুয়ারি চট্টগ্রামে হবে তৃতীয় ওয়ানডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ