Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়াকে হুমকি দিয়ে রাখল ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ৮:৫১ পিএম

ব্রিসবেনে বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্ট খেলতে রাজি ভারত। তবে শর্ত একটাই, চতুর্থ টেস্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্রিসবেন থেকে ভারতীয় ক্রিকেট দলের দেশে ফেরার ব্যবস্থা করা হবে। এই নিশ্চয়তা দিলে তবেই গাব্বায় চতুর্থ টেস্ট খেলবেন অজিঙ্কা রাহানেরা। ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সর্বসাকুল্যে নিজেদের অবস্থানেই আছে বিসিসিআই। সেখান থেকে একচুলও সরে আসেনি তারা। এরফলে অস্ট্রেলিয়াকে প্রচ্ছন্ন হুমতিই দিয়ে রাখল ভারত।

কোভিড প্রোটোকল শিথিল করা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও বিসিসিআইয়ের মধ্যে টানাপোড়েন চলছিল। সিডনিতে টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ায় কঠোর কোয়ারেন্টাইন বিধি নিয়ে সরগরম হয়ে ওঠে। কোয়ারেন্টাইন বিধি শিথিল না করা হলে ব্রিসবেনে চতুর্থ টেস্ট না খেলে দেশে ফিরতে পারে টিম ইন্ডিয়া।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি সুস্থ হয়ে বাড়ি ফেরার পর চিঠি দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর চাপ বাড়ায় বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে চিঠিতে সাফ জানিয়ে দেওয়া হয়, ব্রিসবেনে কোয়ারেন্টাইনের কঠোর নিয়ম মানবেন না রোহিত শর্মা, অজিঙ্ক রাহানেরা।

ব্রিসবেনে টেস্ট খেলতে সম্মতি জানালেও ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর শর্ত চাপিয়ে দিল বিসিসিআই। বিসিসিআইয়ের এক কর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ব্রিসবেনে ভারতীয় দল চতুর্থ টেস্ট খেলবে। কিন্তু খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টিম ইন্ডিয়ার দেশে ফেরার যেন ব্যবস্থা করা হয়। সম্ভব হলে ম্যাচ শেষ হওয়ার পর একটা রাতও ওখানে যেন কাটাতে না হয়। সঙ্গে অনুরোধ ক্রিকেটাররা হোটেলে বায়ো বাবলে যেন অন্তত খোলামেলাভাবে ঘোরাফেরা করতে পারে।’

১৫ জানুয়ারি থেকে ব্রিসবেনে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। জৈব-সুরক্ষা বলয় নিয়ে কড়া বার্তা দিয়ে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাচ এবং অনুশীলনের সময় ছাড়া হোটেলেও কোয়ারেন্টাইনে থাকতে হবে সকলকে। ভারতীয় বোর্ডের দাবি, হোটেলে কোয়ারেন্টাইন বিধি যেন শিথিল করা হয়। টিম হোটেলে বায়ো বাবলে ক্রিকেটাররা যেন একে অপরের সঙ্গে আলোচনা করতে পারে। টিম মিটিং থেকে একসঙ্গে খাওয়া দাওয়া যেন সবাই করতে পারে। এই দাবি থেকে একটুও সরছে না বিসিসিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ