Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রান পাহাড়ে চাপা পড়ল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ২:২২ পিএম

ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস পরাজয় এড়াতে লড়ছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে তারা পিছিয়ে ৩৫৪ রানে। দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ এক উইকেটে ৮ রান।

তৃতীয় দিন কেইন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি ও হেনরি নিকোলসের দেড়শ রানের ইনিংসে রান পাহাড় গড়ে নিউজিল্যান্ড।

সকালে তিন উইকেটে ২৮৬ রান নিয়ে খেলা শুরু করে নিউজিল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান উইলিয়ামসন ও নিকোলস তাদের জুটি অব্যহত রাখেন।

উইলিয়ামসন পূর্ণ করেন তার চতুর্থ ডাবল সেঞ্চুরি। ২৩৭ রান করে আউট হন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক।

এই ইনিংস খেলার পথে টেস্ট ক্যারিয়ারে সাত হাজার রান পূর্ণ করেন তিনি। ১৪৪ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান তিনি। ১৭৭ রানে জীবন পান তিনি। শাহিন আফ্রিদির বলে গালিতে তার ক্যাচ ছাড়েন আজহার আলি। আগের দিনও ৮২ ও ১০৭ রানে লাইফ পেয়েছিলেন উইলিয়ামসন।

অন্যপ্রান্তে নিকোলস তুলে নেন তার সপ্তম টেস্ট শতক। ১৫৭ রান করে আউট হন তিনি।

চতুর্থ উইকেটে ৩৬৯ রান যোগ করে এই দুইজন। যেটি টেস্টে নিউজিল্যান্ডের পক্ষে তৃতীয় সর্বোচ্চ জুটি। আর পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ।

এই দুইজনের বিদায়ের পর তাণ্ডব চালান ড্যারিল মিচেল। সাত নম্বরে নেমে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তিনি। তার ১১২ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস ছিল ৮টি চার ও ২টি ছক্কা।

তাকে টেইল এন্ডে যোগ্য সহায়তা দেন কাইল জেমিসন। ২২ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন তিনি।

বৃষ্টির শঙ্কা থাকায় লাঞ্চ সেশনের পর দ্রুত গতিতে ব্যাট করে ৪৫.৫ ওভারে ২৫৯ রান তুলে নেয় নিউজিল্যান্ড।

মিচেলের সেঞ্চুরির পরই ইনিংস ঘোষণা করে দেন উইলিয়ামসন। তখন তাদের স্কোর ৬৫৯/৬। প্রথম ইনিংসে তাদের লিড দাঁড়ায় ৩৬২ রানের।

তৃতীয় দিন শেষ সেশনে ১০ ওভার ব্যাট করার সুযোগ পায় পাকিস্তান। দেখেশুনে শুরু করলেও, উইকেট না হারিয়ে দিন শেষ করতে পারেনি তারা।

২৫ বল খেলে শূন্য রান করে জেমিসনের বলে আউট হন ওপেনার শান মাসুদ। নাইট ওয়াচম্যান মোহাম্মদ আব্বাসকে নিয়ে বাকি সময়টুকু পার করেন আবিদ আলি।

চতুর্থ দিন পাকিস্তানের প্রাথমিক লক্ষ্য থাকবে ইনিংস পড়াজয় এড়ানো সেজন্য আরও ১৫৪ রান চাই তাদের। আর এই টেস্টে পাকিস্তানকে হারাতে পারলে র‍্যাংকিংয়ের শীর্ষে পৌঁছে যাবে নিউজিল্যান্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ