Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইজডেনের ওয়ানডের সেরা ‘বুড়ো’ দলের অধিনায়ক ইমরান খান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২১, ৯:০০ পিএম

‘বুড়ো’ ক্রিকেটারদের নিয়ে ওয়ানডে দল প্রকাশ করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন। যেখানে সবচেয়ে বেশি জায়গা পেয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটার। ৩৫ বছর পেরিয়ে যাওয়ার পর ক্যারিয়ারে দারুণ সময় পার করেছেন এমন ক্রিকেটারদের রাখা হয়েছে এই একাদশে। সেই একাদশের অধিনায়ক হয়েছেন পাকিস্তানি সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান

একাদশে সবচেয়ে বেশি ৩ জন করে ক্রিকেটার আছেন পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটার। এছাড়া ২জন করে ভারত ও অস্ট্রেলিয়ার এবং দক্ষিণ আফ্রিকার একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ইমরান তাহির।

জনপ্রিয় এই ক্রিকেট সাময়িকীটির ওয়ানডে দলে ওয়ানডে জায়গা হয়নি বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটারের। এই দলে ওপেনার হিসেবে রয়েছেন ৩৫ বছর পেরোনোদের মাঝে সবচেয়ে বেশি রান করা তিলকারত্নে দিলশান। আর সঙ্গী হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন।

তিনে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডলকার। মিডল অর্ডার সামলাবেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, পাকিস্তানের জহির আব্বাস এবং ভারতের মহেন্দ্র সিং ধোনি। দলে হেইডেন, সাঙ্গাকারারা থাকলেও উইকেটরক্ষকের দায়িত্বে ধোনি।

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। এই দলের অধিনায়ক হিসেবেও থাকছেন তিনি। পেস অ্যাটাকে রয়েছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা। স্পিন বিভাগে রয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। তাদের সঙ্গে স্পিনে সহায়তা করতে পারবেন দিলশান এবং শচিন।

উইজডেনের বুড়োদের ওয়ানডে দল: তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা), ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া), শচিন টেন্ডুলকার (ভারত), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), জহির আব্বাস (পাকিস্তান), মহেন্দ্র সিংহ ধোনি (ভারত, উইকেটরক্ষক) ইমরান খান (পাকিস্তান, অধিনায়ক), ওয়াসিম আকরাম (পাকিস্তান), মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) এবং গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)।

 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ