Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক কিউই ক্রিকেটার জন রিড আর নেই

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:২০ পিএম

৬৪ বছর বয়সী নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান জন রিড আর নেই। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এই তথ্য নিশ্চিত করে। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানানো হয়েছে।

১৯৭৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রিডের। এর পরের বছর ওয়ানডে অভিষেক হয় পাকিস্তানের বিপক্ষে। নিউজিল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। টেস্টে তার সংগ্রহ ১২৯৬ রান ও ওয়ানডেতে করেছেন ৬৩৩ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে রিডের ক্যারিয়ার খুব একটা লম্বা হয়নি। ১৯৮৬ সালে খেলেছেন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।

এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১০১টি ম্যাচ খেলেছেন। ১১টি সেঞ্চুরিতে তার সংগ্রহ ৫ হাজার ৫৬০ রান। খেলোয়াড়ি জীবন শেষে নিউজিল্যান্ড ক্রিকেট অপারেশন ডিরেক্টর ও হাই পারফরমেন্স ম্যানেজার হিসেবেও কাজ করেছেন রিড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ