নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মহান বিজয় দিবস আজ। এই দিনেই স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে পরাধীনতার শিকল ভেঙে মুক্তির আনন্দে মেতেছিল বাঙালি জাতি। লাল-সবুজ ইতিহাসের এই গুরুত্বপূর্ণ দিনটিকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে পুরো জাতি। বাদ যাননি বাংলাদেশের ক্রিকেটাররাও। তারা স্মৃতিবিজরিত দিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের। যাদের আত্মত্যাগে পৃথিবীর বুকে জন্ম নিয়ে বাংলাদেশ নামের একটি ভূখন্ডের।
বিজয় দিবসে দেশের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজের ফেসবুক পোস্টে লিখেন, ‘এটা আমার কাছে শুধু একটি পতাকাই না, আমার অস্তিত্ব আমার অনুভূতি, আমার ভালোবাসা। আমি মরেও বারবার চাইবো এ পতাকাতলে আসতে। আমি গর্বিত আমি একজন বাংলাদেশি। ৭১-এর সাহসী সব শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।’ ‘যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা’ দেশাত্মবোধক গানের লাইন লিখে পোস্টের পরের অংশে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান মাশরাফি।
শ্বশুরের অসুস্থতায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে খেলতে পারবেন না সাকিব আল হাসান। তিনি বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন,‘১৬-ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকের দিনেই বিশ্ব মানচিত্রে আমরা পেয়েছিলাম স্থান। পৃথিবী জেনেছিল আমাদের নতুন পরিচয়। বিজয় দিবসের এই মুহূর্তে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি পরম আরাধ্য এই বিজয় আনতে শেষ রক্তবিন্দুতে লড়ে যাওয়া প্রত্যেক সূর্যসন্তানকে। সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
মুশফিকুর রহিম নিজ পোস্টে লিখেন, ‘মাঠে আমরা জয় পাই। উৎসব করি। কিন্তু এটা সম্ভব হতো না যদি না এই দিনটা আসতো। ১৬ ডিসেম্বর, ১৯৭১। আমি প্রতিটি বল মোকাবেলা করার সময়, রান নেওয়ার সময় গর্ববোধ করি কারণ আমি আমার দেশের প্রতিনিধিত্ব করছি। গর্ব নিয়ে নিজ দেশের পতাকা উড়াতে পারি, বলতে পারি আমি গর্বিত বাংলাদেশি। মাতৃভূমির বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা। সব মুক্তিযোদ্ধাকে সশ্রদ্ধ সালাম।’
মাহমুদউল্লাহ রিয়াদের পোস্ট, ‘১৯৭১ সালের আজকের এ দিনেই লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ, এ দেশের মানুষ মুক্তি পায় পরাধীনতা থেকে। যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজ লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে পেরেছি তাদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।