Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনাল না খেলেই যুক্তরাষ্ট্রে সাকিব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালের আগে টিম হোটেল ছেড়েছেন সাকিব আল হাসান। শ্বশুরের অসুস্থতার কারণে গতপরশু রাতে প্রথম কোয়ালিফায়ার শেষেই হোটেল ত্যাগ করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। যে কারণে আগামীপরশুর ফাইনালে খেলা হচ্ছে না তার। গতকালই জেমকন খুলনার এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তার শ্বশুর অসুস্থ থাকার কারণে তিনি হোটেল ছেড়েছেন। আর সবকিছু ঠিক থাকলে গতপরশু রাতেই যুক্তরাষ্ট্রের বিমানে উঠেছেন এই তারকা ক্রিকেটারের। এদিনই বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন দলটির ম্যানেজার নাফিস ইকবাল, ‘সাকিব গতকাল (পরশু) রাতে ওর চলে যেতে হয়েছে। ওর শ্বশুর অনেকদিন ধরে অসুস্থ ছিলো। এবং কালকে ও জানতে পারে যে অনেক ক্রিটিকালভাবে অসুস্থ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু পরিবার সবসময় অগ্রাধিকার পায় এবং জেমকন খুলনা এটাকে সবসময় প্রাধান্য দেয় বা সম্মান দেয়। তাই আমাদের দিক থেকে কোন সমস্যা ছিলোনা। আর ও কাল রাতে হোটেল ছেড়েছে এবং আজকে ওর ফ্লাইট। আমরা সবাই ওকে দোয়া দিই জেমকন খুলনার পক্ষ থেকে সঙ্গে আশা করি ও নিরাপদে থাকবে।’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রæপ চট্টগ্রামকে হারিয়ে ইতোমধ্যে ফাইনালে পৌঁছেছে খুলনা। তবে ফাইনালে খেলা হচ্ছে না তার। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে চলমান এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরেছেন ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সেরা এই অলরাউন্ডার। যদিও টুর্নামেন্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ব্যাট হাতে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১২.২২ গড়ে করেছেন ১১০ রান। যেখানে তার সর্বোচ্চ ২৮ রান। আর বল হাতে সমানসংখ্যব ম্যাচে ৬.০০ ইকোনোমিতে নিয়েছেন ৬ উইকেট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ