নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জানুয়ারিতে ক্যারিবীয়দের আতিথেয়তা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর নিয়ে তাই বাড়তি উৎসাহ দেশের ক্রিকেট অঙ্গনে। তবে উল্টো চিত্র সফরকারীদের। বাংলাদেশ সফর যতটা সম্ভব সংক্ষিপ্ত করতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। আর এই লক্ষ্যে এখনো বাংলাদেশকে সফরের ব্যাপারে চ‚ড়ান্ত সিদ্ধান্তও জানায়নি ক্যারিবীয় বোর্ড।
এফটিপি অনুযায়ী, জানুয়ারির এই সফরে তিনটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা ছিল। বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে তিনটি টি-টোয়েন্টি খেলারও প্রস্তাব দেয়। কিন্তু টি-টোয়েন্টি খেলতে অনাগ্রহী এই ফরম্যাটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এমনকি একটি টেস্ট কমানোর দাবিও জানিয়েছে বিসিবির কাছে।
করোনার কারণে ক্রিকেট দুনিয়া স্থবির হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরের মাধ্যমেই ক্রিকেট ফিরেছিল মাঠে। এরপর থেকেই ক্রমাগত খেলার মধ্যে আছে দলটি। স্থগিত হওয়া সিরিজগুলো সম্পন্ন করতে ২০২১ সালে ক্রিকেটীয় ক্যালেন্ডারে বেশ ব্যস্ত সময় পার করবে তারা। এ কারণে বাংলাদেশ সফরকে সংক্ষিপ্ত করতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) সভাপতি রিকি স্কেরিট বলেন, এখনো সফরটি চ‚ড়ান্ত হয়নি। এখনো কোনো কিছু নিয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এই সপ্তাহে চ‚ড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ২০২০ সালে অনেক খেলা স্থগিত হওয়ায় ২০২১ সালে আমাদের ঠাঁসা সুচি থাকবে।
বাংলাদেশের নিরাপত্তা ও ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যবেক্ষণে গত সপ্তাহে সফরে এসেছিলেন ক্যারিবীয়দের দুই সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দল বাংলাদেশের আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে দু’একদিনের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ সফরের ব্যাপারে সিদ্ধান্ত ও সূচি চ‚ড়ান্ত হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।