Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পান্ডিয়া ঝড়ে সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রানের। উইকেটে হার্দিক পান্ডিয়া। চার বলেই প্রয়োজনীয় রান তুলে নেন এ অলরাউন্ডার। তাতে ওয়ানডে সিরিজে হারের দারুণ প্রতিশোধ নিয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ নিশ্চিত করলো বিরাট কোহলির দল। গতকাল সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান তোলে অজিরা। জবাবে ২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় সফরকারি ভারত।

লক্ষ্য তাড়ায় এদিন শুরুটা দারুণ করে ভারত। লোকেশ রাহুল ও শেখর ধাওয়ানের ওপেনিং জুটিতেই আসে ৫৬ রান। এরপর রাহুল ফিরে গেলে অধিনায়ক কোহলিকে নিয়ে ৩৯ রানের জুটি গড়ে আউট হন ধাওয়ান। এরপর সাঞ্জু স্যামসন ও হার্দিক পান্ডিয়ার সঙ্গে ২৫ ও ২৯ রানের দুটি ছোট জুটিতে দলকে এগিয়ে নেন কোহলি। তবে ম্যাচের মোর ঘুরিয়ে দেন পান্ডিয়া।

পঞ্চম উইকেটে শ্রেয়াস আইয়ারের সঙ্গে অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটিতে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন পান্ডিয়া। ২২ বলে ৪২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। ৩টি চারের সঙ্গে ২টি ছক্কায় এ রান করেন তিনি। দুটি ছক্কায় তিনি মেরেছেন শেষ ওভারে। ৫ বলে ১২ রান করে তাকে দারুণ সহায়তা করেন আইয়ার। তবে দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন ধাওয়ান। ৩৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় এ রান করেন তিনি। ২টি করে চার ও ছক্কায় ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলেন অধিনায়ক কোহলি। রাহুলের ব্যাট থেকে আসে ৩০ রান।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। শুরুটা ভালোই করে তারা। ছোট ছোট বেশ কিছু জুটিতে এগিয়ে যায় দলটি। ৪৭ রানের ওপেনিং জুটি উপহার দেন ডার্সি শর্ট ও অধিনায়ক ম্যাথিউ ওয়েড। তবে সিংহভাগ রান আসে অধিনায়কের ব্যাট থেকেই। শর্টের অবদান মাত্র ৯। এরপর তৃতীয় উইকেটে গেøন ম্যাক্সওয়েলের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ। এরপর চতুর্থ উইকেটে ময়সেস হেনরিকসের সঙ্গেও ৪৮ রানের জুটি উপহার দেন তিনি। তাতেই ১৯৪ রানের লড়াকু সংগ্রহ পায় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক ওয়েড। ৩২ বলের ইনিংসটি ১০টি চার ও ১টি ছক্কায় সাজান তিনি। ৩৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৬ রান করেন স্মিথ। হেনরিকস করেন ২৬ রান। ভারতের পক্ষে এদিন অসাধারণ বোলিং করেছেন থাঙ্গারাসু নাটারাজন। দলের সব বোলার যেখানে ওভার প্রতি ৮ এর উপরে রান দিয়েছেন, সেখানে ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করেছেন তিনি। উইকেটও পেয়েছেন ২টি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ