নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার পর নানা কর্মকাণ্ডে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
এবার বিগ ব্যাশ লীগে (বিবিএল) খেলতে পারবেন না সাকিব আল হাসান। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কারণে সাকিবের জন্য দরজা বন্ধ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সাকিবের ওপর বছরব্যাপী নিষেধাজ্ঞা অক্টোবরে শেষ হয়েছে। দুর্নীতি বিষয়ে আইসিসির নিয়মবিরুদ্ধ আচরণ করায় তার ওপর ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
জানা গেছে, ৩৩ বছর বয়সী সাকিব বিবিএলে নিজের নাম রেখেছিলেন। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে অংশ নিতে দেওয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১০ ডিসেম্বর এ টুর্নামেন্ট শুরু হচ্ছে।
সাকিব এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, সবার অনুভূতি জানা সহজ নয়। তারা আমাকে সন্দেহ করতে পারে কিংবা বিশ্বাস করে না। আমিও সেটা অস্বীকার করছি না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।