Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শহীদ আফ্রিদি এ কেমন হেলমেট পরে মাঠে নামলেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১:৪৭ পিএম

মাঠে কিংবা মাঠের বাইরে সব সময় আলোচনায় থাকতে পছন্দ করে পাকিস্তানের এক সময় হাটহিটার ব্যাটসম্যান বুম বুম আফ্রিদি।

শনিবার আবারো আলোনায় আসেন তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

শনিবার করাচিতে ম্যাচে ব্যতিক্রম এক হেলমেট পরে মাঠে নামেন ‘বুমবুম’। এটি নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়।

সেই হেলমেট দেখে ধারাভাষ্যকার থেকে শুরু করে আফ্রিদিভক্তরা মজা করেছেন। আবার সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন ছুড়েছেন– এ কেমন হেলমেট পরে মাঠে নামলেন আফ্রিদি?

আফ্রিদির পরা সেই হেলমেটের সামনের গ্রিলের (মুখের ওপর) ওপরের বার ছিল না। হেলমেটটা পুরোপুরি নতুন ডিজাইনের করা। ওপরের বারছাড়া গ্রিলের স্টিকগুলোকে দেখে ছাদছাড়া এক একটা পিলার মনে হচ্ছিল।

এমন হেলমেট পরে আফ্রিদির মাঠে নামার পরই বিষয়টি ধারাভাষ্যকারদের চোখে পড়ে। তার এ নিয়ে আলোচনায় মাতেন। এর পর দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আফ্রিদির সেই হেলমেটের ছবিসহ পোস্ট করছেন অনেকেই।

ধারাভাষ্যে সাবেক ক্রিকেটার বাজিদ খান বলেন, ‘জন্টি, আফ্রিদি দেখছি খুবই চমৎকার গ্রিলে তৈরি হেলমেট মাথায় নিয়ে খেলতে নেমেছেন। এ ধরনের হেলমেট তো আমি আগে কখনও দেখিনি। আপনি দেখেছেন কি?’

জবাবে জন্টি রোডস বলেন, ‘আসলে গ্রিলের ওপরের বারটা একটা সমস্যা। আমি বুঝতে পেরেছি, এ কারণেই হয়তো আফ্রিদি এ ধরনের হেলমেট পরে খেলতে নেমেছেন।’

তবে এমন হেলমেট পছন্দ হয়নি স্কাই স্পোর্টসের ক্রিকেট অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার তানজিল খাজার।

তিনি আফ্রিদির নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে টুইট করেছেন, ‘এটা আফ্রিদির জন্য খুবই ভয়ঙ্কর একটি গ্রিলছাড়া হেলমেট নয়? চোখ এবং মুখের আশপাশটা পুরোপুরি খোলা দেখা যাচ্ছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ