Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবিধানিক অধিকার কবে প্রতিষ্ঠিত হবে?

তৈমূর আলম খন্দকার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

‘সত্য’ সমাজ থেকে ‘বিদায়’ হওয়ার পর প্রভাবশালীদের দ্বারা ভিকটিম হচ্ছে সমাজের নিরীহ, নিপীড়িত মানুষ। প্রভাবশালীদের ভয়ে ভিকটিমদের পক্ষে সাধারণ মানুষ এখন আর কথা বলে না। ঘটনায় প্রত্যক্ষ সাক্ষী থাকলেও সাক্ষীরা সাক্ষ্য দিতে আসে না। কারণ, রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। এর পেছনের কারণ আরো খারাপ। ‘টোকাই’দের প্রভাবশালী হওয়ার সুযোগ করে দিচ্ছে রাষ্ট্র। সন্ত্রাসীদের নিরাপত্তার বিধান করা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। রাষ্ট্র সরকারি দালালদের বিরুদ্ধে আইন প্রয়োগ করে না। আইন প্রয়োগ করা হয় শুধু বিরোধী দলের বিরুদ্ধে। রাষ্ট্রীয় বাহিনী কাউকে কখন ধরে নিয়ে যায় তা কেউ বলতে পারে না। হত্যার ভয় দেখায়, হত্যা করে বলে ক্রসফায়ারে মৃত্যু হয়েছে। মিডিয়া প্রকাশ করলে দেশবাসী অপরাধগুলোর কথা জানতে পারে, নতুবা নয়।

দেশের স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধানরা যখন জনস্বার্থবিরোধী কথা বলেন, তখন তাদের প্রতি জনগণের করুণা ছাড়া শ্রদ্ধাবোধ জাগে না। কারণ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর অপকর্ম ঢাকা দেয়ার জন্য তারা মিথ্যার আশ্রয় গ্রহণ করে বলে জনগণের শ্রদ্ধা উঠে গেছে। জনগণকে ভোটকেন্দ্রে নিতে স্বাধীন নির্বাচন কমিশন ব্যর্থ হচ্ছে, তার পরও গালভরা মিথ্যা বুলির ঝুলি বন্ধ হচ্ছে না।

যখন দেশ ও জাতির ভাগ্য চাটুকারবেষ্টিত প্রভাবশালীদের হাতে বন্দি, তখন প্রাকৃতিক নিয়মে ‘সত্য কথা’ বলার জন্য কাউকে না কাউকে দাঁড়াতে হয়। স্বাধীনতার পর বাংলাদেশে যখন গণতন্ত্র হরণ করা হয়েছে তখন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ‘হক কথা’ নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। ভাসানীর ‘হক কথা’ প্রকাশিত হওয়ার বহু বছর আগে ১৯২০ সালের জুনের দিকে ব্রিটিশবিরোধী বিপ্লবী দল ‘অনুশীলন সমিতির’ প্রভাবশালী নেতা পুলিন বিহারী দাসের প্রতিষ্ঠিত ‘ভারত সেবক সংঘে’র মুখপাত্র হিসেবে ‘হক কথা’ নামে একটি স্বল্পকালস্থায়ী পত্রিকা প্রকাশিত হয়েছিল, যার সম্পাদক ছিলেন নলিনী কিশোর গুহ। গান্ধীজি এবং তার অনুসারীদের প্রতি বিরূপ না হয়েও অহিংস অসহযোগ আন্দোলনের অকার্যকারিতা এবং ভুলত্রুটি তুলে ধরে ‘হক কথা’য় বিভিন্ন সমালোচনামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছিল। পত্রিকাটিতে দেশাত্মবোধের ভিত্তিতে হিন্দু-মুসলমান মিলনের আহবান জানানো হয়েছিল বটে, কিন্তু উচ্চবর্ণের হিন্দুদের সাম্প্রদায়িক মানসিকতার কারণে তা বাস্তবায়ন হয়নি।

হকের পথ অর্থাৎ সত্যের পথে মানুষকে আসতে হবে, নতুবা দুর্দশা থেকে সাধারণ মানুষের মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিনা ঘুষে কোনো সেবা পাওয়া যায় না। সরকারি কর্মকর্তা সরকারদলীয় পছন্দের লোকদের অপকর্মের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে না। ফলে অনাচার, অবিচার, খুন, ধর্ষণ, গণধর্ষণ বন্ধ হচ্ছে না। এর মূল কারণ, সমাজ থেকে ‘হক কথা’ উঠে গেছে। পবিত্র কুরআন মজিদে আল্লাহপাক বলেছেন, ‘মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয়, যারা ঈমান আনে ও হক পথে থাকে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়।’ হক পথে থাকা এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয়া সৃষ্টিকর্তার একটি নির্দেশ। তিনি বলেছেন, হক পথে যারা থাকবে না, সৎকর্মের পরামর্শ দেবে না, তারাই ক্ষতিগ্রস্ত। পৃথিবী বা সমাজের অধিকাংশ মানুষই হক পথে না থাকায় সমাজে আজ এত বিপর্যয়।

মানুষ ভোটাধিকার হারিয়েছে, হারিয়েছে গণতান্ত্রিক অধিকার, হারিয়েছে সাংবিধানিক অধিকার, বঞ্চিত হচ্ছে মৌলিক অধিকার থেকে, বঞ্চিত হচ্ছে রাষ্ট্রীয় সেবা থেকে। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের মতো কাজ করছে। সমাজের চিহ্নিত সন্ত্রাসীরা যদি সরকারি দলের হয় তবে তাদের দ্বারা সংঘটিত কোনো অপরাধ আইন আমলে আসে না (মিডিয়াতে প্রকাশিত কিছু ব্যতিক্রম ছাড়া, মুখ রক্ষার জন্য সরকার যা করে থাকে)। সরকারি বাহিনী কর্তৃক বিরোধী দলের ওপর আক্রমণ হলে পুলিশ বলে যে, জানি না, শুনিনি। অথচ পুলিশকে ম্যানেজ করেই সরকারি দলভুক্ত সন্ত্রাসীরা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। পত্রিকান্তরে ধর্ষণ বা গণধর্ষণের যত ঘটনা ঘটছে তা ঘটছে সরকারি দলের লোকজন দ্বারা এবং সেটি সংঘটিত হচ্ছে ক্ষমতার আশ্রয়-প্রশ্রয়ে। কারণ রাষ্ট্রযন্ত্র যখন হক পথে থাকে না, হক কথা তাদের মুখ দিয়ে প্রকাশ পায় না, বরং প্রকাশ পায় শুধু তোষামোদি।

পবিত্র কুরআন মজিদের প্রথম সূরার প্রথম লাইনে বলা হয়েছে, ‘সব প্রশংসার মালিক আল্লাহ (সৃষ্টি কর্তা)।’ অথচ, যার কর্ম যতই খারাপ ও নিন্দনীয় হোক না কেন, যদি তার শক্তি থাকে তবে আমাদের সমাজ সে খারাপ বা নিন্দনীয় কাজের সমালোচনা না করে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, ফলে খারাপ লোকটি আরো নিন্দনীয় কাজের দিকে অধিকতর অগ্রসর হতে থাকে। এভাবেই নিন্দনীয় লোকেরা সমাজে প্রভাবপ্রতিপত্তি অর্জন করে মহীরুহতে পরিণত হয়। সামাজিক প্রতিরোধ ছাড়া কোনো সমাজ অনাচারমুক্ত হয়নি। প্রভাবশালী অত্যাচারীদের হাত থেকে জাতি ও রাষ্ট্রকে রক্ষা করার জন্য একটি গণজাগরণ দরকার; পৃথিবীর ইতিহাস এটাই সাক্ষ্য দেয়। নতুবা ‘হক কথা’ বেহক কথায় পরিণত হবে এবং এর প্রতিফল সবাইকেই ভোগ করতে হবে।

একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বাধীন হয়েছে। জাতি পেয়েছে একটি সংবিধান। ‘সংবিধান’ একটি দলিল যা জনগণ ও রাষ্ট্রের মধ্যে একটি চুক্তি। এই চুক্তির ২১(২) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে যে, ‘সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।’ কিন্তু প্রজাতন্ত্রের নিযুক্ত আমলারা প্রভাবশালীদের সেবাদাসে পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে যে, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের (বধিরদের) জন্য একটি ‘বধির কমপ্লেক্স’ স্থাপন করার জন্য ২০০৫ সালে রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয় বধির সংস্থাকে লালবাগে ১ একর ১ শতাংশ জমি প্রতীকী মূল্যে রেজিস্ট্রিকৃত দলিলমূলে বরাদ্দ দেয়। ওই দলিলে জেলা প্রশাসক, ঢাকা, রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করে দলিল সম্পাদন করেন। কিন্তু ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকারদলীয় এমপি হাজী সেলিম ওই জমি জোর করে দখল করে নেন। জাতীয় বধির সংস্থা মানববন্ধন, সাংবাদিক সম্মেলন, জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জমিটি উদ্ধারের জন্য আকুল আবেদন জানিয়েছে। প্রধানমন্ত্রীর কাছে অনেক আবেদন-নিবেদন করেছে। কিন্তু সেলিমের ওই অবৈধ দখলের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা তো দূরের কথা জমির অবৈধ দখল ছেড়ে দেয়ার জন্য একটি নোটিশ বা চিঠি পর্যন্ত প্রদান করেনি। জমির দখল নেয়ার জন্য বধির সমাজের পক্ষে জেলা প্রশাসক, ঢাকার নিকট যতবারই সাহায্য চাওয়া হয়েছে ততবারই হাজী সেলিমের নাম শুনে জেলা প্রশাসক ও প্রশাসনিক আমলারা চুপসে গেছেন। যে আমলা প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত সরকারি জমি প্রভাবশালীদের কবল থেকে উদ্ধার করতে পারেন না, সেই আমলা জনগণের অর্থে লালন পালন করে লাভ কী?

প্রশাসনের কাছে দেশের জনগণ গিনিপিগে পরিণত হয়েছে। কারণ প্রশাসনিক কর্মকর্তাদের একমাত্র জ্ঞান ও ধ্যান হলো প্রভাবশালীদের তুষ্ট রাখা, বিনিময়ে অঢেল বিত্ত-বৈভবের মালিক হওয়া। একটি জাতি কেন স্বাধীন হওয়ার জন্য উদগ্রীব হয়, এ বিষয়টি ভেবে দেখা দরকার। শেরশাহর আমলেও উন্নয়ন হয়েছে, মোগল আমলে উন্নয়ন হয়েছে, তখনকার প্রযুক্তি মোতাবেক যার যার সাধ্যমতো উন্নয়ন হয়েছে। ওই সময়ে পুকুর বা দীঘি খনন, বিশুদ্ধ পানির জন্য কূপ খনন, মেঠোপথে রাস্তা করে দেয়াই ছিল উন্নয়নের মূলধারা। প্রযুুক্তিকে ব্যবহার করে শেরশাহ ‘ডাক বিভাগ’ চালু করেছেন। বাংলার তৎকালীন রাজধানী সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত তিনি রাস্তা নির্মাণ করেছিলেন, যার নাম ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোড’। ব্রিটিশ, পাকিস্তান নিজেদের সাধ্যমতো তাদের পছন্দমাফিক উন্নয়ন করেছে বটে, কিন্তু জনগণকে অধিকারবঞ্চিত করে রেখেছিল। জনগণের প্রথম চাহিদা ১. মৌলিক অধিকার, ২. জন্মগত অধিকার, ৩. সাংবিধানিক অধিকার। সংবিধানে নিশ্চিত করে বলা হয়েছে, স্বাধীন রাষ্ট্রের একজন নাগরিক কতটুকু অধিকার ভোগ করতে পারবে। মানুষ জন্মগ্রহণের সময়ই কিছু অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু সে ‘অধিকার’ বাস্তবায়ন থেকেও এখন গণমানুষ বঞ্চিত। মানুষ তাদের অধিকার আদায়ের জন্যই যুগে যুগে রক্ত দিয়েছে, যুদ্ধ করেছে। উন্নয়ন হলো দ্বিতীয় ধাপের চিন্তা। মেগা উন্নয়নের সাথে মেগা লুটপাটের খবর পত্রিকায় পাওয়া যায়। জনগণকে অধিকারবঞ্চিত করে জনগণের টাকায় উন্নয়নের বুলি ধোপে টিকে না। একটি স্বাধীন দেশের নাগরিক যদি সংবিধানপ্রদত্ত ‘অধিকার’ ভোগ করতে না পারে তবে সে স্বাধীনতা সোনার খাঁচায় বন্দি পাখির স্বাধীনতারই নামান্তর।
লেখক: সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা



 

Show all comments
  • Jack Ali ১১ নভেম্বর, ২০২০, ১১:৩০ এএম says : 0
    After Liberation not a single government rule our country by the Law of Allah. Allah already Legislated a Law for each and every human being which is Qur'an so that people can live in peace and prosperity.. General people will suffer more if we don't establish the L
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবিধানিক

১৩ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন