বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন (সংশোধনী-২০১৬) অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক এমপি ও খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভূইয়া। গতকাল দুপুরে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি রাজনৈতিক মামলার হাজিরা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। একই সাথে সংশোধিত আইনটি বাতিলের দাবিও জানিয়েছেন তিনি।
এসময় তিনি বলেন, ‘সরকার সম্প্রীতি ভূমি কমিশনের যে সংশোধনী এনেছেন তা পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে। এ সংশোধনীর ফলে ভূমি সমস্যার সমাধান তো হবেই না বরং বিরোধকে আরও বহুগুণে বাড়িয়ে তুলবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘কমিশনে পাহাড়ি প্রতিনিধিদের কারোরই কোনো ধরনের গণতান্ত্রিক ম্যান্ডেট নেই। এছাড়া বিভাগীয় কমিশনার ছাড়া কমিশনের বাকি সব সদস্যই পাহাড়ি। তাই সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। সুতরায় এটি হলফ করে বলে দেয়া যায়, এ কমিশনে বাঙালিদের প্রত্যেকটি বৈধ আবেদনই অগ্রাহ্য করা হবে। এছাড়া এ কমিশনে অবিচারের শিকার হলে কারও উচ্চ আদালতে আপিল করার সুযোগও রাখা হয়নি। তাই এটি শুধু অগণতান্ত্রিকই নয়, অসাংবিধানিকও বটে।’ তাই পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বিবেচনা করে সর্বজন স্বীকৃত আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহŸান জানিয়েছেন ওয়াদুদ ভূইয়া।
এর আগে ২০০৭ সালে দায়ের করা একটি রাজনৈতিক মামলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন তিনি। মামলার পরবর্তী শুনানি আগামী ৬ই অক্টোবর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।