নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নিষেধাজ্ঞা শেষে মুক্ত সাকিব আল হাসান। রাত পোহালেই আবার বাংলাদেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাবেন দেশের ক্রিকেটের এই পোস্টারবয়। সব ধরনের ক্রিকেট থেকে এক বছরে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেট মাঠে ফেরায় সামাজিক মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন তিনি। সাকিবের বীরত্ব গাঁথা নিয়ে ফেসবুকে অনেকেই স্ট্যাটাস দিয়েছেন।
ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় এক বছর আগে নিষিদ্ধ হয়েছিলেন তারকা এ ক্রিকেটের। আজ বুধবার (২৮ অক্টোবর) তার নিষেধাজ্ঞার শেষ দিন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশের ক্রিকেটের নতুন করে শুরুর একটি দিন। দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান নতুন করে পথ চলা শুরু করবেন।
ফেসবুকে মোঃ ইমরান লিখেছেন, ‘‘আমরা সকলেই জানি তুমি আবার সিংহাসন দখল করবেই। আমরা জানি বোল দিয়ে উউকেট নিবে। আমরা জানি তুমি ব্যাট দিয়ে রানের বন্যা তুলবেই। আমরা জানি তুমি থাকেলই বাংলাদেশ ঠিম জেগে উটে। আমরা জানি সারা বিশশো নামবার ওয়ান সাকিব। তুমি ফিরে আসবে আগুনের ফুলকি হয়ে।’’
মুমানা সুলতানা মিম লিখেছেন, ‘‘সাকিবদের স্থান কেউ কোনকালেই নিতে পারে না। এদের মতো নক্ষত্রেরা কালেভদ্রে জন্মায়। শুভকামনা ও ভালোবাসা নিরন্তর বিশ্বসেরা অলরাউন্ডারের জন্যে।’’
মির্জা জুয়েল লিখেছেন, ‘‘জীবনেও আর কেউ পারবেও না। সাকিব, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন সেলিব্রিটি। তার সমকক্ষ কেউ কখনোও ছিলোনা, এখনও নাই, ভবিষ্যতেও হওয়ার কোন লক্ষণ বা সম্ভাবনা নাই।’’
সামিউল রহমান আকান্তো লিখেছেন, ‘‘একজন তামিম+মাশরাফি=সাকিব বাংলাদেশ কোনোদিনই হয়তো ওর অভাব পূরন করতে পারবেনা। সাকিবের তুলনা শুধু সাকিবই । বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড়। সাকিব ভাই ব্যাক করলে বাংলাদেশ ১৪ জন নিয়ে খেলবে! তিনি একাই চারজন! ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ক্যাপ্টেন্সি।’’
মাহতাউর রহমান লিখেছেন, ‘‘সাকিবের কোন তুলনা হয়না। সে আবার অল রাউন্ডার হিসেবে ক্রিকেট বিশ্বে ঝড়ের মতো ফিরে আসুক-- এ কামনা করছি।’’
ইস্রাফিল সোহেল লিখেছেন, ‘‘প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্ট হয়ে গেল। ৫০ ওভারের খেলায় এক একটা দল যে রান করলো মনে হচ্ছিল টি ২০ টুর্নামেন্টের রান। আবার খেলা দেখলে মনে হতো টেস্ট খেলা। সাকিব থাকলে নিশ্চয়ই অন্য রকম হতো। সাকিব এদেশে একজনই।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।