Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষক কোনো পরিচয় বহন করে না: মাশরাফি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ২:২৪ পিএম

এবার ধর্ষণের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের দেশসেরা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ বুধবার দুপুরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেশে ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন- আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই।

দৈনিক ইনকিলাবের পাঠকদের জন্য তাঁর ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

“আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই।

হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই।

আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।”



 

Show all comments
  • mozibur binkalam ১৩ নভেম্বর, ২০২০, ১:৫৮ পিএম says : 0
    রক্ষণাত্মক শর্ট নিলেন। আওয়ামীলীগের পক্ষে দল করলে মানুষ দল কানা হবে এটাই সাভাবিক।মাশরাফিকে এখন আর ভালো মানুষ মনে করিনা।আওয়ামীলীগ মনে করি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ