Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলিতে খুন হলিউড অভিনেতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

প্রখ্যাত হলিউড অভিনেতা টমাস জেফারসন বায়রিড আর নেই। আততায়ীর গুলিতে তিনি নিহত হন। গত শনিবার সকালে জর্জিয়াতে তাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে। অ্যাটলান্টা পুলিশের মুখপাত্র অ্যান্টনি গ্রান্ট সিএনএন’কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন টমাস জেফারসনের মৃত্যু হয়েছে গুলির আঘাতে।
জানা গেছে শনিবার পুলিশের কাছে একটি ফোন আসে দক্ষিণ-পশ্চিম অ্যাটলান্টা থেকে এবং জানানো হয় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে ৭০ বছরের টমাস অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তাকে পিঠে একাধিক গুলি করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
দক্ষিণ অ্যাটলান্টার গ্রিফিনে জন্ম টমাসের। সারা জীবন অ্যাটলান্টাতেই কাটিয়েছেন। মরিস ব্রাউন কলেজ থেকে স্নাতকের ডিগ্রি পাওয়ার পর তিনি ক্যালিফর্নিয়া ইনস্টিটিউট অফ আর্টস-এ ভর্তি হন। সেখান থেকে পান মাস্টার্স ডিগ্রি।

চিত্র পরিচালক স্পাইক লি-র একাধিক ছবিতে কাজ করেছেন টমাস। জেফারসনের মৃত্যুতে ইনস্টাগ্রামে শোকপ্রকাশ করেছেন স্পাইক লি। শোকবার্তায় তিনি লেখেন, ‘আমাদের প্রিয় ভাই টমাস জেফারসন বায়রিডের মর্মান্তিক খুনের ঘটনায় আমি মর্মাহত। ও আমার একাধিক ছবিতে অভিনয় করেছে। তার পরিবারের প্রতি আমাদের সবার সহানুভ‚তি ও সমবেদনা রইল। শান্তিতে থেকো ব্রাদার বাইরিড।’ সূত্র : দ্য গার্ডিয়ান/গালফ নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ