Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

নভেম্বরে স্থগিত হওয়া পিএসএলের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২০, ২:০১ পিএম

সফলভাবে চলছিল পি এস এলের ম্যাচ। উৎসবমুখর পরিবেশে প্রায় শেষে দিকেই হানা দেয় করোনা। মাত্র ৪ ম্যাচ বাকি থাকতে বন্ধ করে দিতে খেলা। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচ।

খবরে প্রকাশ, করোনা মহামারীর প্রকোপে পাকিস্তান সুপার লিগের ( পি এস এল) স্থগিত হয়ে যাওয়া চারটি ম্যাচ আয়োজিত হবে নভেম্বর মাসে। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)- এই খবর জানিয়েছে। এই চারটি ম্যাচের মধ্যে, রয়েছে একটি কোয়ালিফায়ার, দুটি এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচ। ম্যাচগুলো হবে লাহোরে ১৪-১৭ নভেম্বর। প্রসঙ্গত, করোনা-র জন্যে চলতি বছরের মার্চ মাসে মাঝপথে পি এস এল স্থগিত হয়ে যায়।

পিসিবির তরফ থেকে জানানো হয়েছে, করোনার সমস্ত রকমের সুরক্ষা বিধি মেনে এই ম্যাচগুলোর আয়োজন করা হবে। ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজির স্টাফরা জৈব সুরক্ষা বলয়ে থাকবেন। চারটি ম্যাচই আইজিত হবে দর্শক শুন্য গ্যালারিতে। তবে আগামী অক্টোবর মাসে পরিস্থিতি কেমন রয়েছে, সেটা পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ