Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহম্মদ নবি বিরল ইতিহাস গড়লেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ১০:০৫ এএম

বিশ্ব ক্রিকেটে আফগানিস্তের পরিচয় করিয়ে দেয়ার ক্ষেত্রে মোহম্মদ নবির ভুমিকা ব্যাপক। যখন আফগান ক্রিকেট হাতিখড়ি তখনও সবাই এই মোহম্মদ নবিকে চিনতো। কারণ তিনি তার একক ক্যারিশমায় বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করেন। সেই নবীর বয়স এখন ৩৫ বছর পেরিয়েছে, কিন্তু তাতে বোলিংয়ে ধার এতটুকু কমেনি আফগান স্পিনার মোহম্মদ নবির। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন নবি।

সিপিএলে সেন্ট লুসিয়া জুকসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে ৪ ওভারে ১৫ রান দিয়ে পাঁচ উইকেট নেন নবি। পাঁচটি ভিন্ন ফ্র্য়াঞ্চাইজি লিগে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন নবি।

২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগ আর বিগ ব্যাশ লিগ এবং ২০১৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আর ২০২০ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এমন কীর্তি গড়লেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ