Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাউদাম্পটন টেস্টে বৃষ্টি পিছু ছাড়ছে না

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২০, ৯:৪৮ এএম

টানা বৃষ্টির কারণে পাকিস্তানের সঙ্গে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে চতুর্থ দিন শেষে খেলা হয়েছে মাত্র এক ইনিংস ও ১০.২ ওভার। এতে নিশ্চিতভাবে বলা যায় এই টেস্টের পরিণতি ড্র।

সাউদাম্পটন টেস্টে বৃষ্টি পিছু ছাড়ছে না। প্রথম দুই দিন বৃষ্টির ফাঁকে ফাঁকে খেলা হওয়ার পর তৃতীয় দিন পুরোটাই ভেসে যায়। রোববার ম্যাচের চতুর্থ দিনে খেলা হয়েছে মাত্র ১০.২ ওভার।

ফলে শেষ দিনে অতিনাটকীয় কিছু না ঘটলে নিশ্চিত ড্রর দিকে এগোচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টটি।

প্রথম তিন দিনে খেলা হতে পেরেছিল মাত্র ৮৬ ওভার। এদিন ৯ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিল পাকিস্তান। ৫.২ ওভার টিকে ছিল তারা। ২৩৬ রানে থামে দলটির প্রথম ইনিংস।

সর্বোচ্চ ৭২ রান করে মোহাম্মদ রিজওয়ান শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। ইংল্যান্ডের পক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল স্টুয়ার্ট ব্রড। ৩ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন।

এরপর ইংলিশরা ব্যাটিং শুরু করে বৃষ্টি বাগড়ার আগে ৫ ওভারে ১ উইকেটে ৭ রান তুলতে পেরেছে। ওপেনার রবি বার্নসকে (০) ফিরিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ডম সিবলি ২ ও জ্যাক ক্রলি ৫ রানে অপরাজিত আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ