Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিভেজা প্রথম দিন ইংল্যান্ডের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ১২:০৩ পিএম

প্রথম টেস্টে প্রথম তিন দিন দাপট দেখিয়েও হেরে যায় পাকিস্তান। আর বৃহস্পতিবার শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিন পাকিস্তানের জন্য খুবই খারাপ ছিলো।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

বৃহস্পতিবার সাউদাম্পটনে বৃষ্টির বাগড়ায় খেলা হয়েছে মোট ৪৫.৪ ওভার। তাতে ১২৬ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান।

দুইবার জীবন পেয়ে ওপেনার আবিদ খেলেছেন ৬০ রানের ইনিংস। দিনের সবচেয়ে সফল ব্যাটার তিনি। আরেক ওপেনার শান মাসুদ ১ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান বাবর আজমের। ২৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিনি। ৪ রানে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবেন বাবর।

ইংল্যান্ডের পক্ষে জেমস অ্যান্ডারসন জোড়া উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস ও স্যাম কারেন।

প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ